আলাপ:ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Kamrul Hasan 20 কর্তৃক ৩ বছর পূর্বে "সম্পাদনা" অনুচ্ছেদে

বানান[সম্পাদনা]

সংসদ বাংলা অভিধান অনুসারে বানানটা ভৌগলিক। --রাগিব (আলাপ | অবদান) ০৬:০১, ৩০ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই। অভিধান দেখাও আসলে লাগেনা। ভূগোল-এর সাথে -ইক (ষ্ণিক) প্রত্যয় যোগে হয়েছে। গো-এর ও স্বরধ্বনিতে কোন পরিবর্তন হবে না। slip of mind. :) --অর্ণব (আলাপ | অবদান) ০৬:০৩, ৩০ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

এখন আমি নিজেই একটু বিভ্রান্ত। ভৌগোলিক না ভৌগলিক? দেখি বানান অভিধানে কী বলে। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:০৫, ৩০ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

না, ভৌগোলিক-ই হবে। সংসদ বানান অভিধান, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বানান, ঢাকা বাংলা একাডেমী বানান অভিধান, সব জায়গাতেই ভৌগোলিক-ই একমাত্র সমর্থিত বানান। ব্যুৎপত্তির সাথেও মিলে যাচ্ছে। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:০৯, ৩০ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

তাই? অনলাইনের সংস্করণটা তাহলে ভুল :( --রাগিব (আলাপ | অবদান) ০৬:১২, ৩০ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
বর্তমান অনলাইন বাংলা অভিধানগুলি সম্পূর্ণ নির্ভরযোগ্য না; তবে দ্রুত দেখার জন্য ব্যবহার করা যায়। আশা করি উইকিপিডিয়া একটা পর্যায়ে চলে আসার পর উইকি-অভিধান বা অন্য কোন উপায়ে নির্ভরযোগ্য বাংলা অভিধান নেটে নিয়ে আসার চেষ্টা করতে হবে। উপমহাদেশীয় ভাষাগুলির মধ্যে কেবল উর্দুর জন্যই মনে হয় একটা চমৎকার আধুনিক অনলাইন অভিধান আছে। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৩৩, ৩০ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

কলাম বিষয়ক[সম্পাদনা]

@Syfur007: ভাই কি এখন মন্তব্যের কলাম নিয়ে কাজ করছেন? Kamrul Hasan 20 (আলাপ) ০৬:২৪, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন


@Al Riaz Uddin Ripon: ২য় কলাম মাঝে মাঝে বড় হয়ে যায়,আবার নিচে কতক্ষন স্ক্রল করলে ঠিক হয়ে যায়।একটু দেখবেন কি সমস্যা?

সম্পাদনা[সম্পাদনা]

@Syfur007: ভাই আপনার সম্পাদনা করার দরকার নেই। আমার অলরেডি এটা নিয়ে কাজ আছে।সম্পদনা ইতিহাস চেক করলে দেখবেন।বিশেষ কারনে বাদ দেওয়া হয়েছিল।এটা নিয়ে সপ্তাহখানেক পর আবার শুরু করব। Kamrul Hasan 20 (আলাপ) ০৬:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন