বিষয়বস্তুতে চলুন

আলাপ:ভোট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: RockyMasum কর্তৃক ২ বছর পূর্বে "বাংলা হরফে লিখুন" অনুচ্ছেদে

বাংলা হরফে লিখুন

[সম্পাদনা]

সুপ্রিয় @মেহেদী১২৩:, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। এই নিবন্ধটি আপনি সুন্দরভাবে অনুবাদ করলেও অনেক শব্দ আপনি রোমান হরফে লিখেছেন। অনুগ্র করে আগামী ৩ দিনে মধ্যে সেসব শব্দগুলি বাংলা হরফে লিখুন। প্রয়োজনে ইংরেজি শব্দ বন্ধনী দিয়ে বাংলা শব্দের পাশে লিখতে পারেন। কাজ শেষ হলে পুনরায় জমা দিতে হবে না, আমি নিজেই পরবর্তিতে পর্যালোচনা করে নেব। -- মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:২২, ২২ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি শব্দগুলো বাংলা শব্দের পাশে বন্ধনী দিয়ে লিখেছি। অনুবাদ আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত। -- মেহেদী১২৩ (আলাপ) ০৭:৩৩, ২২ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মেহেদী১২৩: নিবন্ধের সম্পাদনার ইতিহাস থেকে দেখতে পাচ্ছি যে প্রতিযোগিতা শুরু পর @খোরশেদ আলম সোয়েব: নামের একজন নিবন্ধে অনেক কাজ করেছেন। তারপরে আপনি সম্পাদনার কাজ করেছেন এবং সম্পাদনার ইতিহাস পর্যালোচনা দেখা যাচ্ছে আপনি সম্পাদনা শুরু করার পড় শব্দ সংখ্যা না বেড়ে বরং কমে গিয়েছে। অনুগ্রহ করে বিষয়টি কি ব্যাখ্যা করবেন?--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:২৫, ১৪ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RockyMasum, @মেহেদী১২৩: এখানে দেখা যাচ্ছে যে, খোরশেদ আলম সোয়েব নিবন্ধ সম্প্রসারণ শুরু করে মূল বিষয়বস্তু যোগ করেছেন। তিনি ১৯ ফেব্রুয়ারি তারিখে এই পাতায় সর্বশেষ সম্পাদনা করেছেন। তারপর কি তিনি কোথাও এই নিবন্ধে কাজ না করার কথা ঘোষণা করেছেন? সম্ভবত দেননি (অন্তত আমি খুঁজে পাইনি)। তাহলে মেহেদী১২৩ কীভাবে এই নিবন্ধের সম্প্রসারক বা মানোন্নয়নকারী? তার সবগুলো সম্পাদনা পর্যালোচনা করলে দেখা যায়, তিনি মূলত খোরশেদ আলম সোয়েবের যোগ করা বিষয়বস্তুর বাক্যগঠন (ও যান্ত্রিকতা) সংশোধন করেছেন। এক্ষেত্রে মেহেদী১২৩ কি মানোন্নয়নকারী হিসেবে নিজের নামে জমা দিতে পারে? যেহেতু খোরশেদ আলম সোয়েব কোথায় নিবন্ধে কাজ না করার কথা ঘোষণা করেনি, তাহলে আমার আছে নিবন্ধটি খোরশেদ আলম সোয়েবের নামেই জমা দেওয়াটাই যৌক্তিক মনে হচ্ছে। ≈ MS Sakib  «আলাপ» ১৭:৪৮, ২৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
অমর একুশের নিবন্ধ প্রতিযোগিতার পাতায় ভোট নিবন্ধের পাশে কারো নাম লেখা ছিল না। এইজন্য আমি নিবন্ধটি মানোন্নয়নের জন্য নাম দেই। নিবন্ধটির বড় অংশ যান্ত্রিক অনুবাদ করা ছিল। অনুবাদের যান্ত্রিকতা দূর করে প্রাঞ্জলতা বাড়ানো কেন মানোন্নয়ন হিসেবে গণ্য হবে না?মেহেদী১২৩ (আলাপ) ১৯:৩৭, ২৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
বর্তমান সংস্করণের অনুবাদ ঠিক থাকলে মেহেদী১২৩-এর নামে জমা হওয়া উচিত হবে। আমি খোরশেদ আলম সোয়েবের সংস্করণ মিলিয়ে দেখলাম, তিনি হয়ত চেষ্টা করেছেন কিন্তু কিছু শব্দ এদিক সেদিক করা ছাড়া পুরোটা গুগল অনুবাদ থেকে তুলে দেওয়া। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১০, ২৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: রকি ভাই গৃহীত হয়নি হিসেবে চিহ্নিত করেছেন। ≈ MS Sakib  «আলাপ» ২০:৪১, ২৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধটি গৃহীত হিসেবে চিহ্নিত করা হয়েছে। @আফতাবুজ্জামান, MS_Sakib এখন শব্দ সংখ্যা গণনা নিয়ে কি করা যেতে পারে? এরকম আরও ২/১ টি নিবন্ধ রয়েছে।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৩:১৪, ২৫ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RockyMasum, মেহেদী১২৩-এর নামেই সব শব্দসংখ্যা দিতে পারেন। আমার মনে হয় না এটি শীর্ষ দশের তালিকায় প্রভাব ফেলবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৪, ২৫ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান এখানে শব্দ সংখ্যা না বেড়ে আরও কমে গিয়েছে।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:৫১, ২৬ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন