বিষয়বস্তুতে চলুন

আলাপ:ভূষণছড়া গণহত্যা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aishik Rehman কর্তৃক ১১ মাস আগে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

নিবন্ধের নাম

[সম্পাদনা]

@কুউ পুলক, ভাই সংবাদমাধ্যমে এই ঘটনাকে অধিকাংশ ক্ষেত্রে "গণহত্যা" হিসেবেই উল্লেখ করা হয়েছে দেখছি। আমার মনে হচ্ছে এই নিবন্ধের জন্য "হত্যাকাণ্ড"-র থেকে "গণহত্যা" শব্দটা ব্যবহার করাই অধিক যুক্তিযুক্ত। আপনার কী মত? এটা নিয়ে কী কোথাও আলোচনা হয়েছিল? — হাসিব (আলাপ) ১১:২৯, ২৩ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Haseeb55 দেখুন জনাব, হত্যাকাণ্ড হচ্ছে হত্যা করার একটি ঘটনা। আর গণহত্যা হচ্ছে বহু সংখ্যক মানুষকে অল্প সময়ের মধ্যে হত্যা করার ভিন্ন ভিন্ন ঘটনার সমষ্টি। এবার আপনিই বলুন? -- কুউ পুলক  ১৩:০৪, ২৩ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক, সে হিসেবেও তো এখানে গণহত্যাই হচ্ছে না? কয়েক ঘণ্টার মধ্যে চারশো-সাড়ে চারশো মানুষকে হত্যা করা হয়েছে। নাকি আমি বুঝতে কোনো ভুল করছি? — হাসিব (আলাপ) ১৩:০৮, ২৩ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Haseeb55 ভূষণছড়া হত্যাকাণ্ড ই ঠিক আছে। এটা একটা ঘটনাই। একটা ঘটনা আমার মতে হত্যাকাণ্ড। গণহত্যা হতো যদি ৩০শে মে যদি মারতো ২০০, ১ জুনে ৫০ এবং কাছাকাছি আরেকটা তারিখে ১৫০ জনকে যদি মারতো। -- কুউ পুলক  ১৩:২২, ২৩ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমার মনে হয় "হত্যাকাণ্ড"-ই ঠিক আছে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৯:২৭, ২৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR, Haseeb55, কুউ পুলক এটা গণহত্যাই হওয়া উচিত, হত্যাকাণ্ড নয়। অধিকাংশ সংবাদ মাধ্যমে এটাকে গণহত্যা বলেই উল্লেখ করা হয়েছে। আমি গণহত্যা নামে স্থানান্তর করে দিচ্ছি আমাদের নামকরণের/শিরোনামের নীতিমালা অনুযায়ী। -- Aishik Rehman (আলাপ) ২০:১৯, ২৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন