আলাপ:ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ (রাবি)
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: মুসফিক মুন্না কর্তৃক ৯ বছর পূর্বে "অপসারণের আপত্তি" অনুচ্ছেদে
এই পাতাটি ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ (রাবি) পুনর্নির্দেশের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
অবিশ্বকোষীয় নিবন্ধ I আপনি চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিবন্ধটিতে এই বিভাগটি যুক্ত করতে পারেন। ইকবাল হোসেন (আলাপ) ১৩:৪৫, ২০ জুন ২০১৫ (ইউটিসি)
অপসারণের আপত্তি
[সম্পাদনা]--মিঠুন কুমার (আলাপ) ১৪:০৫, ২০ জুন ২০১৫ (ইউটিসি) আমি উইকিপিডিয়াতে নতুন । এই তথ্যগুলো ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ হতে প্রকাশিত " সুবর্ণ জয়ন্তী স্মারক সংকলন ২০০৭” হতে পাওয়া গেছে । আরও তথ্য যোগ করার জন্য কাজ করছি। এছাড়াও আমি এই বিভাগের একজন ছাত্র । এই বিভাগ সম্পর্কে আমারও কিছু ধারনা আছে। কি কারনে এই নিবন্ধটি অপসারণ করার কথা উল্লেখ করেছেন সেটা অনুগ্রহ করে আমাকে কি জানাবেন ?
- আমি নিজেও ভূগোলের ছাত্র ছিলাম; বর্তমানে শিক্ষকতা করছি এই বিষয়েই। আমি এই নিবন্ধটি অপসারণের জন্য মত দিচ্ছি।
- কোন বিশ্ববিদ্যালয় বা কলেজের কোন বিভাগ উইকিতে একটি স্বতন্ত্র নিবন্ধ হিসাবে থাকতে পারে না বলেই আমি মনে করি। তবে শিক্ষকগণকে রাখা যেতে পারে তাদের ব্যক্তিগত অর্জনের উপর ভিত্তি করে। - Ashiq Shawon (আলাপ) ১৮:৩৬, ২০ জুন ২০১৫ (ইউটিসি)
- প্রিয় Ashiq Shawon ভাই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগ সম্পর্কে ইংরেজি উইকিতে বহু নিবন্ধ রয়েছে। উদাহরণ- ক্লিক করে দেখুন। তাই "উইকিতে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজের কোন বিভাগ সম্পর্কে একটি সতন্ত্র নিবন্ধ থাকতে পারেনা" এরকম মন্তব্য হতাশা জনক। এবং তা নতুনদের অনুৎসাহিত করে। অপসারনের প্রস্তাবনায় গঠনমূলক আলোচনাই কাম্য।মুসফিক মুন্না (আলাপ) ১৯:৪৭, ২০ জুন ২০১৫ (ইউটিসি)