আলাপ:ভারতীয় জাতীয় বর্ষপঞ্জি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প সময়
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সময়ের অংশ, যা উইকিপিডিয়ায় সময় সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

শিরোনামহীন[সম্পাদনা]

লেখাটা মন্দ হচ্ছে না। তবে এটিকে আরও সুন্দর করে তোলা যায়। লিঙ্ক যোগ করো (তুমি করেই বলছি, তুমি আমার ভাইয়ের বয়সী) আর টেবিলগুলো আরও পরিচ্ছন্নভাবে দাও। নিবন্ধটি দেখতে ভালো লাগবে। প্রাচীন ইতিহাসের অংশটি বেশ তথ্যমূলক। এটি বাংলা উইকির নিজস্ব সম্পদ হয়ে গেল। ইংরেজি উইকিতে এটি নেই। এটাকে আলাদা শিরোনামে রাখতে পারো এবং আরও বিস্তারিত করতে পারো। এমনিতে খুব ভাল হচ্ছে। চালিয়ে যাও। --অর্ণব দত্ত ১৬:০৭, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

পুনশ্চ -- কোনো রকম টেকনিক্যাল সাহায্য দরকার হলে জানাতে দ্বিধা করো না। --অর্ণব দত্ত ১৬:১২, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো হচ্ছে। তবে শকাব্দের সাথে বাংলা সনের কয়েক দিনের পার্থক্য আছে, যেমন পহেলা বৈশাখ বাংলা সনে ১৪/১৫ই এপ্রিল আর শকাব্দে ২১শে এপ্রিল। এটা সম্ভব পরিষ্কার করে বলা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ১৮:০৩, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

sumangal অভিমত দিয়েছেন, এখানে দুইটি আলাদা পঞ্জিকা বিধায় ব্যাখ্যার প্রয়োজন নেই। সমস্যাটা সেখানেই -- এই দুইটি আলাদা পঞ্জিকা, অথচ মাসের নামগুলো একই। যেমন ধরা যাক, বৈশাখ মাস -- এটি বাংলা সনের হিসাবে ১৪ (বা ১৫) এপ্রিলে শুরু হয়। কিন্তু শকাব্দের পহেলা বৈশাখ হলো ২১শে এপ্রিল। সেজন্য বৈশাখ মাস কখন শুরু, তা নিয়ে বিভ্রান্তি হওয়াটা খুবই স্বাভাবিক। বাংলা উইকিতে এখন পর্যন্ত আমরা অনেক ক্ষেত্রেই নিবন্ধে খ্রিস্টীয় ক্যালেন্ডারের তারিখের পাশাপাশি বাংলা সন তারিখটি উল্লেখ করছি। সেই ক্ষেত্রে একই নামের অথচ ভিন্ন সময়ের মাসের তথ্য বিভ্রান্তি চরমে নিয়ে যাবে। যেমন, রবীন্দ্রনাথের জন্মদিন ২৫শে বৈশাখ, আমরা সবাই জানি, কিন্তু এখন যদি খোদ বৈশাখ মাস কবে হবে তা নিয়ে দুই সনের পদ্ধতির বিভ্রান্তি আসে, তাহলে অনেকটা তালগোল পাকিয়ে যেতে পারে।

এই ক্ষেত্রে আমার প্রস্তাবিত সমাধান হল ইংরেজি উইকির মতোই -- সেখানে বৈশাখ মাসের দুইটি আলাদা ভুক্তি আছে -- একটা বাংলা সনের, আরেকটা শকাব্দের। সেরকম বাংলা উইকিতেও শকাব্দের জন্য আলাদা মাসের ভুক্তি করা যেতে পারে। যেহেতু বাংলা ভাষীরা বৈশাখ বলতে বাংলা সনের বৈশাখ মাসকেই বুঝেন, সেজন্য এখানে বৈশাখ নিবন্ধটি বাংলা সনের মাসটিকেই নির্দেশ করুক। আর বৈশাখ (শকাব্দ) নামে শকাব্দের মাসটির ভুক্তি হোক। দুই ভুক্তির শুরুতেই অন্যটির লিংক দেয়া যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভুল শিরোনাম[সম্পাদনা]

আমি en:Shaka era অনুবাদ করতে চেয়েছিলাম যার বাংলা শিরোনাম হবে "শকাব্দ"। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই নিবন্ধের নাম শকাব্দ দেওয়া হয়েছে যা এই নিবন্ধের ভুল শিরোনাম। শকাব্দ হলো একটি পঞ্জিকা সাল। অন্যদিকে এই নিবন্ধটি ভারতের জাতীয় পঞ্জিকা নিয়ে। এই নিবন্ধের ইংরেজি নাম হচ্ছে en:Indian national calendar এবং en:Saka calendar। সুতরাং এই নিবন্ধের বাংলা শিরোনাম হওয়া উচিত ভারতীয় জাতীয় বর্ষপঞ্জী। সুতরাং এই শিরোনাম পরিবর্তনের অনুরোধ করছি যাতে আমি শকাব্দ নিবন্ধটি অনুবাদ করতে পারি। মেহেদী আবেদীন ০৮:০৫, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান মেহেদী আবেদীন ০৮:০৬, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মেহেদী আবেদীন, করেছি। এই নিবন্ধের সূচনা সংশোধন করতে হবে মনে হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৪, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]