বিষয়বস্তুতে চলুন

আলাপ:বৈশ্য সাহা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Chanchaldm কর্তৃক ২ বছর পূর্বে "বার্তা" অনুচ্ছেদে

বার্তা

[সম্পাদনা]

বাংলা ও ইংরেজি উইকিপিডিয়া স্বতন্ত্র। আপনি নতুন তথ্য যোগ করতেই পারেন, কিন্তু পুরোনো তথ্য মুছে দেওয়াটা ঠিক নয়- যেমন আপনি পদবী , মেঘনাদ সাহা সম্পর্কে তথ্য মুছেছেন । অন্য কোনো নিবন্ধ অনুকরণ করতে হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি Chanchaldm মহাশয়ের লেখা অনেক তথ্যই এখানে দিলেন না। ধন্যবাদ মহাশয়। CharlesWain (আলাপ) ১৯:৩৮, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Chanchaldm, কবির চৌধুরী ১১ মহাশয়।CharlesWain (আলাপ) ১৯:৪১, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@CharlesWain অবশ্যই, তথ্যসূত্রের মান উন্নত এবং লেখকের যোগ্যতা থাকলে আপনি তথ্য যুক্ত করুন। ধন্যবাদ কবির চৌধুরী ১১ (আলাপ) ২০:৩৪, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সাহারা মদ বিক্রেতা আর শূদ্র, এটাই কি এদের পরিচয়? ইংরেজি অনুকরণ করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু করলেন যখন ইতিহাস ( আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ) কোথায়? শুঁড়িরা যথেষ্ট উন্নত ছিলেন, সাহারাও যথেষ্ট উন্নত ও শিক্ষিত। আমার লেখার বাইরেও অনেক ইতিহাস আছে। যেমন, বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধ শুঁড়ি ছিলেন। অনুরোধ রইল লেখার সময় সংবেদনশীল হন ও সবদিকে গুরুত্ব দিন।
আগের বাংলা তথ্যসূত্রটি একঝলক দেখে বুঝতে পারলাম না, কিন্তু বাংলা তথ্যসূত্র, ঐতিহাসিকদের লেখা হলে সব উইকিপিডিয়ায় ব্যবহার করা যায়। বাংলা উইকিপিডিয়ায়তো বাংলা তথ্যসূত্র, বাংলাপিডিয়া, সাইট বিশেষ গুরুত্ব পায়। ধন্যবাদ।Chanchaldm (আলাপ) ০৬:১৩, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সাহা নিবন্ধটি যথেষ্ট ভালো। দুটি merge করে দেওয়া যেতে পারে।Chanchaldm (আলাপ) ০৬:১৪, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি ইতিহাস অধ্যায়টি অনুবাদ করতাম, আপনি যদি করতে চান তো করুন, ধন্যবাদ। তথ্যসূত্রঃ সহ যোগ করুন। কবির চৌধুরী ১১ (আলাপ) ০৯:১৮, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
তথ্যসূত্র আছেই । আপনি কোনো টুল বা translator ব্যবহার করতে পারেন।Chanchaldm (আলাপ) ০৬:২৩, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন