আলাপ:বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প ভারত
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ভারতের অংশ, যা উইকিপিডিয়ায় ভারত সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

বানান[সম্পাদনা]

@Bodhisattwa: আমার মনে হল, এটা দেখেএটা দেখে যে আগের বানান ঠিক ছিল। মাহির২৫৬ (আলাপ) ১৮:৪৪, ২৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Mahir256:, আমি যতদূর জানি, বেলঘরিয়া বানানই ঠিক। এখানে যেমন বেলঘরিয়া স্টেশনের বানান রয়েছে। রবীন্দ্রনাথের এই চিঠিটিও দেখতে পারেন। জাতীয় সড়কগুলি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে বলে অনেক সময় ওদের হোর্ডিংয়ে বানাগুলো ঠিক থাকে না। বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৫৩, ২৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Mahir256: বেলঘরিয়া কথাটা এসেছে Bell ঘর (Bell = ঘন্টা) থেকে, তাই 'র'ই সঠিক বানান। কল্যাণ সরকার (আলাপ) ১৯:৫৩, ২৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]