আলাপ:বীর (২০২০-এর চলচ্চিত্র)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"বাজারজাতকরণ ও মুক্তি অনুচ্ছেদে কোনো লুক দিয়েছেন, সেটা লিখার সুযোগ নেই।" - লেখার সুযোগটা কোথায় আছে?- জানালে ভাল হয়।

যেসকল তথ্য সুত্র ব্যবহার করেছেন, সেখান থেকে আপনি অনেক তথ্য বাদ দিয়ে যাচ্ছেন। কারণটা আপনি ভাল বলতে পারবেন। By the way, এই ছবির নির্মাণের সাথে জড়িতদের সাথে আমার কথা হয়েছে।Spoiler: ভবিষ্যতে শাকিব খানের আরো কয়েকটি লুকের পোস্টার আসবে। এই জন্যই কয়লা শ্রমিকের লুকে আত্মপ্রকাশের কথা উল্লেখ করেছিলাম কিন্তু আপনি তো সেটা রাখতে আগ্রহী নন। আপনার জন্য পরামর্শ পোস্টারের লুক নিয়ে আলাদা একটি অনুচ্ছেদ করতে পারেন। এটা কাজী হায়াতের মাইলফলক চলচ্চিত্র হতে যাচ্ছে, তাই আমি চাচ্ছিলাম না এটার কোন খুঁটিনাটি তথ্য বাদ যাক। আশা করি , বীর চলচ্চিত্র নিয়ে আরো অনেকেই তথ্য সন্নিবেশে আগ্রহী হবেন। City of Zion (আলাপ) ১৪:৪৯, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@FaysaLBinDaruL: মূল পোস্টার আসলে বর্তমানটি সরিয়ে ফেলা যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২১, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

রচনা শৈলী[সম্পাদনা]

বীর চলচ্চিত্রটির সমস্ত event সম্পন্ন হয়নি, অর্থ্যাৎ এটা একটা চলমান নিবন্ধ, আরো অনেক তথ্য ভবিষ্যতে যোগ হবে। তথাপী এই নিবন্ধের বর্তমান তথ্যসমূহ বলবৎ রেখে রচনাশৈলী আরও উন্নয়ন প্রয়োজন মনে করছি।-

  • প্রযোজনা অনুচ্ছেদে অভিনয় শিল্পী নির্বাচন উপ অনুচ্ছেদ চিত্রগ্রহণের পরে দেয়া হয়েছে। ফলে এই নিবন্ধের যে কোন casual reader বা নতুন পাঠকরা চলচ্চিত্রটির নির্মাণ ধাপ সম্পর্কে বিভ্রান্ত হতে পারে। এক্ষেত্রে চলচ্চিত্রনির্মাণ নিবন্ধে বর্ণীত ধাপ অনুসরণ করে 'অভিনয় শিল্পী নির্বাচন' চিত্রগ্রহণের পরে দেয়া যেতে পারে। কারণ কলাকুশলী নির্বাচনের পরেই চিত্রগ্রহণ করা হয়।
  • চলচ্চিত্রটির সমালোচনা অনুচ্ছেদটা অনেকটা পত্রিকার প্রতিবেদনের মত হয়ে গেছে-

""চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর, অনেকেই এটি কেজিএফ: চ্যাপ্টার ওয়ানের পোস্টার অনুকরণে তৈরী বলে সমালোচনা করেন। আবার অনেকে শুধু পোস্টার নয়, শাকিব খান এটির নায়ক যশ-এর লুকও নকল করেছেন বলে সমালোচনা করেন। আবার অনেকেই আশংকা করেছেন বীর চলচ্চিত্রটি কেজিএফ: চ্যাপ্টার ওয়ানের অনুকরণে নির্মিত। এ সম্পর্কে এটির পরিচালক কাজী হায়াৎ তা অস্বীকার করেন এবং বলেন ‘এটি সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। গল্পটা দেশপ্রেমের। এক যুবক কীভাবে নোংরা রাজনীতির শিকার হয় তা-ই এখানে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে দেশি-বিদেশি কোনও গল্পের মিল নেই।’ এসম্পর্কে এটির প্রধান অভিনেতা শাকিব খান বলেন ‘দুটি (কেজিএফ চ্যাপ্টার ওয়ান ও বীর) দুই ধরনের ছবি। এই দুই ছবির মধ্যে কোনো মিল নেই। এটি সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি।’ ""

এই অনুচ্ছেদে আরো পরিশীলিত বাক্যরূপ ব্যবহার করা যেতে পারে- "চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর, কেজিএফ: চ্যাপ্টার ওয়ানের পোস্টার অনুকরণে তৈরী বলে সমালোচনা করা হয়। পোস্টারে শাকিব খান নায়ক যশ-এর লুকও নকল করেছেন মর্মে সমালোচনা করা হয়। তবে শাকিব ও কাজী হায়াৎ পোস্টার ও শাকিবের অবয়বের সাথে কেজিএফ চলচ্চিত্রের সংশ্লিষ্টতা অস্বীকার করেন।" পরামর্শগুলি যাচাইয়ের জন্য জনাব আফতাবুজ্জামান-কে অনুরোধ করছি। City of Zion (আলাপ) ১১:৫০, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@FaysaLBinDaruL: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২১, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

রিভিউ / পর্যালোচনা[সম্পাদনা]

ওয়াকিম ভাই, আমি নিবন্ধে রিভিউ অনুচ্ছেদ লিখতে তেমন সুবিদা পাইনা। দয়াকরে আপনি যদি একটু কষ্ট করে রিভিউটা লিখে দিতেন? (যদি উল্লেখযোগ্য কোন রিভিউ পান; তবে আমার কাছে দুইটা আছে এইটা হলো ১; এটা ২ নম্বরটা, এইটা হলো ৩ নাম্বারটা) নবাব (আলাপ) ১৮:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]