আলাপ:ফ্যাতাড়ু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একীকরণ প্রসঙ্গে[সম্পাদনা]

নবারুণ ভট্টাচার্য নিবন্ধটি অসম্পূর্ণ আকারের মনে হচ্ছে। ফলে তাঁর সৃষ্ট এই চরিত্রটি উক্ত নিবন্ধে থাকাই বাঞ্ছনীয়।--Anup Sadi (আলাপ) ০৩:১০, ১৬ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নবারুন নিবন্ধটি পূরণ করার দায়িত্ব নিলাম। ফ্যাতাড়ু অতি গুরুত্বপূর্ন চরিত্র আধুনিক বাংলা সাহিত্যে। ফেলুদা, ব্যোমকেশ এর মত চরিত্র উইকি তে থাকলে ফ্যাতাড়ু চরিত্র যেখানে উপযুক্ত রেফারেন্স দেওয়া আছে, রাখা যায়। অনুমতি করলে আমি দুটি পাতাই পরিমার্জন ও পরিবর্ধন করতে পারি। ইতিমধ্যে নবারুন ভট্টাচার্যের পাতাটিতে নতুন তথ্য যোগ করেছি। নতুন ব্যবহারকারী হিসেবে খুঁটিনাটি সম্পাদনা ও পেজ মেকিং এ সড়গড় নই। সাহায্য প্রার্থনা করলাম।