বিষয়বস্তুতে চলুন

ফ্যাতাড়ু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফ্যাতাড়ু হল বাঙালি সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য সৃষ্ট জনপ্রিয় কাল্পনিক চরিত্র।[]

বাংলা সাহিত্যে ফ্যাতাড়ুর আবির্ভাব

[সম্পাদনা]

নবারুণ ভট্টাচার্যের ছোটগল্প ফ্যাতাড়ু তে দুজন ফ্যাতাড়ুর কথা বলা আছে। মদনডি.এস। পরবর্তী ছোটগল্প ও উপন্যাসে পুরন্দর ভাটের উদয় হয়। তিনি পেশায় কবি। ফ্যাতাড়ুরা উড়তে পারে এবং যাদের মন্ত্র হল ফ্যাঁত ফ্যাঁত সাঁই সাঁই। এই মন্ত্রবলে ফ্যাতাড়ুরা উড়ে গিয়ে হানা দেয় কখোনো আই পি এল খেলা চলাকালীন, কালোবাজারিদের ভয় দেখাতে, ভন্ড-প্রগতিশীল সাহিত্যিকের মুখোশ খুলতে, অনুষ্ঠান পন্ড বা জোচ্চোরের বিয়ে ভন্ডুল করতে।[][]

ফ্যাতাড়ুরা কখোনো অনৈতিক কাজ করেনা তারা বঞ্চিত হতভাগ্য মানুষের প্রতিনিধি এমনটাই নবারুণ মনে করেন। "আমি নিজেকে প্রান্তিক বলে মনে করি এবং এতে আমার কিছু এসে যায়না। রিয়েল লাইফে ফ্যাতাড়ুর মত প্রথা ভাঙ্গতে তো পারিনা, তাই ফ্যাতাড়ুদের সৃষ্টি করি"[]

সাহিত্যের নতুন ধারা

[সম্পাদনা]

বাংলা সাহিত্যে ফ্যাতাড়ুর আবির্ভাব এক নতুন ধারার সৃষ্টি করেছে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। সাহিত্যের চিরাচরিত নিয়ম ভাঙ্গা নবারুনের ফ্যাতাড়ুরা ভাষা ব্যবহারে সাহসী, আচরনে নির্ভীক। কাঙাল মালসাট উপন্যাসে ইতিহাস ও বহুমাত্রিক রাজনীতির সংমিশ্রণ ঘটেছে।[] ফ্যাতাড়ুদের নিয়ে দুটি ছোটগল্প সংকলন প্রকাশিত হয়েছে ১) ফ্যাতাড়ুর বোম্বাচাক ২) ফ্যাতাড়ুর কুম্ভীপাক। নবারুন ভট্টাচার্যের তিনটি উপন্যাসে ফ্যাতাড়ুদের কথা পাওয়া যায়। কাঙাল মালসাট, মসোলিয়মমবলগে নভেল[]

সিনেমায় ফ্যাতাড়ু

[সম্পাদনা]

কাঙ্গাল মালসাট চলচ্চিত্রায়িত হয়েছে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায়। অভিনয় করেছেন কবীর সুমন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শান্তিলাল মুখার্জী প্রমুখ।[][][] এছাড়াও বিভিন্ন থিয়েটার গ্রুপ ফ্যাতাড়ুর নানা গল্পের নাট্যরূপায়ন করেছেন।

২০১৩ সালে, সিনেমাটির পাশাপাশি সপ্তর্ষি প্রকাশন থেকে কাঙাল মালসাটকে ভিত্তি করে মধুজা মুখার্জির রচিত একই নামের একটি গ্রাফিক নভেল প্রকাশিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Fataru on screen?"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১০ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৬ 
  2. নবারুন ভট্টাচার্য (২০০৪)। ফ্যাতাড়ুর বোম্বাচাক। শ্রীরামপুর, হুগলী: সপ্তর্ষি প্রকাশন। 
  3. "গল্পস্বল্প: ফ্যাতাড়ুরা যে কখন বিস্ফোরণ ঘটাবে সরকারও টের পাবে না!"Zee24Ghanta.com। ২০২০-০৬-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৬ 
  4. ঠেক। তৃতীয় সংখ্যা, জানুয়ারি ২০১০, কলকাতা বইমেলা সংখ্যা। ঠেক কড়চা :১ 
  5. উপন্যাস সমগ্র। নবারুন ভট্টাচার্য। দে'জ পাবলিশিং। ২০১০। আইএসবিএন 978-81-295-1057-0 
  6. "মবলগে নভেল - নবারুণ ভট্টাচার্য"Baatighar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৬ 
  7. "Suman's next based on Nabarun Bhattacharya's story"timesofindia.com। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৭ 
  8. শঙ্করলাল ভট্টাচার্য। "এ যেন এক রামধাক্কা"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৭ 
  9. Mukherjee, Madhuja, 1968-। Kāṅāla mālasāṭa : Nabāruṇa Bhaṭṭācārya'ra upanyāsa ebaṃ Sumana Mukhopādhyāẏa-era calaccitrāẏaṇa। Mukhopādhyāẏa, Sumana,। Kalakātā। আইএসবিএন 978-93-82706-55-7ওসিএলসি 878954084