আলাপ:ফেলুদা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১৩ বছর পূর্বে "বইয়ের তালিকা নকশা" অনুচ্ছেদে

বইয়ের তালিকা নকশা[সম্পাদনা]

বইয়ের তালিকাটি হার্ড-বর্ডারে দেখতে পাচ্ছি। কেন জানি আমার কাছে বেখাপ্পা লাগছে। আমার মতে, বর্ডার ছাড়াই সুন্দর। তবে যেধরণের বর্ণনা দেয়া আছে, তাতে হয়তো বর্ডারের দরকার আছে। সেক্ষেত্রেও হার্ড-বর্ডার কেমন চোখে লাগে। এব্যাপারে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিবন্ধের তালিকা দেখা যেতে পারে। সেগুলোও আলোচনার প্রেক্ষিতে স্থির করা হয়েছিলো এখানে দেখুন। বাকিদের মতামতের প্রেক্ষিতে যৌক্তিক মনে হলে পরিবর্তনের অনুরোধ থাকলো। ধন্যবাদ। মঈনুল ইসলাম (আলাপ | অবদান) ১০:০৪, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয়, এটা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ব্যাপার। আপনার চোখে হার্ডবর্ডার খারাপ দেখাচ্ছে, আবার আমার চোখে এটাই সুন্দর দেখাচ্ছে। আবার বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিবন্ধের চার্টগুলিও আমার চোখে খারাপ ঠেকছে না। আমার মনে হয়, বেখাপ্পা লাগার কারণ, কাহিনি-সংক্ষেপ অংশটা ফাঁকা থাকা। ওটা লেখা সম্পূর্ণ হলে এই তালিকাটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। --অর্ণব দত্ত (আলাপ) ১২:২৮, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন
হয়তো। আপনাকে ধন্যবাদ। মঈনুল ইসলাম (আলাপ | অবদান) ১৬:৪২, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন