আলাপ:ফারুক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপসারণের আপত্তি[সম্পাদনা]

কপিরাইট কিছুটা ভঙ্গ হয়েছে মানতে আমি বাধ্য।কিন্তু দেখুন,ফারুক সম্পর্কে প্রায় সাত থেকে আটটি ওয়েবসাইট ঘেটে আমি ঠিক একই লেখা পেয়েছি।ফাইনালি এটাই আমি নিজের মত করে নতুন আঙ্গিকে লেখলাম।এটা অপসারন করা হবে না বলে বিশ্বাস ‎Nahid Hasan Hridoy (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনাকে একেবারেই নিজেরমত করে লিখতে হবে। অন্যকোন সাইটের লেখা একটু কপি করা যাবে না (বৈধ অনুমতি থাকলে ভিন্ন কথা), এটা উইকিপিডিয়ার নীতিমালা বিরোধী। আর নিজের তৈরিকৃত কোন নিবন্ধ থেকে অনুগ্রহ করে কোন রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণ করবেন না। উইকিপিডিয়ায় সকল ব্যবহারকারীকেই গঠনমূলক আলোচনায় উৎসাহিত করা হয়ে থাকে। আপনি জসিম নিবন্ধের চলচ্চিত্র জীবন অনুচ্ছেদটিও হুবহু কপি করেছিলেন, যা আমি কিছুটা সংশোধন করে দিয়েছি। অনুগ্রহ করে নিবন্ধ সংশোধন হওয়ার পূর্ব পর্যন্ত ট্যাগ অপসারণ করবেন না, আর বার্তা লেখার পর চারটি টিন্ডা চিহ্ন ~~~~ এর মাধ্যমে আপনার স্বাক্ষর করুন। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১২:০৩, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণের আপত্তি[সম্পাদনা]

একই বিখ্যাত অভিনেতা সম্পর্কে অনেক সাইটে একই রকম তথ্য থাকা অবাঞ্চনীয় নয়।এটা কপিরাইট আইন বিরোধী হলেও অপসারন যোগ্য নয়। এই নিবন্ধটি প্রত্যেকদিন পন্চাশবারের মত পড়া হয়।

ব্যক্তির জন্মসাল[সম্পাদনা]

@আফতাবুজ্জামান এবং NahidSultan: ভাই, ইংরেজি উইকিতে নিবন্ধের ব্যক্তির জন্মসাল আর বাংলা উইকিতে দেওয়া জন্মসালে মিল নেই কোনও, সঠিক কোনটি দেখুন একটু। ~ নাহিয়ান আলাপ ০৫:৫৫, ৩ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ার সাল ঠিক আছে তথ্যসূত্র অনুসারে [১], [২]~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০০, ৩ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
তার নির্বাচনী হলফনামা অনুসারেও বাংলারটা ঠিক [৩]~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৪, ৩ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]