বিষয়বস্তুতে চলুন

আলাপ:ফজিলতুন্নেসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Anup Sadi কর্তৃক ৮ বছর পূর্বে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প নারী (মূল্যায়ন - গুরুত্ব মধ্য)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প নারীর অংশ, যা উইকিপিডিয়ায় নারী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 মধ্য  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী মধ্য-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

আসলেই বানান নিয়ে একটু সমস্যা আছে। অধ্যাপক রফিকুল ইসলামের বইয়ে দুই জায়গায় দুই নামের বানান। পৃষ্ঠা ৭২-এ ফজিলতুনন্নেসা আর পৃষ্ঠা ৭৯ -এ ফজিলাতুন্নেসা। কাজী মোতাহার হোসেন তার বইয়ে লিখেছেন, ফজিলতুন্নেসা। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিবন্ধের লিংক থেকে শুরু করেছিলাম। সেখানে অধ্যাপক রফিকুল ইসলামের বইয়ের ৭২ পৃষ্ঠার থেকে তথ্য ছিল। কিন্তু, কাজী মোতাহার হোসেনের প্রবন্ধ সংকলনে বানান আছে ফজিলতুন্নেসা। এটাই হয়ত সবথেকে গ্রহণযোগ্য, কারন অধ্যাপক রফিকুল ইসলামও কিছু ক্ষেত্রে কাজী মোতাহার হোসেনের রেফারেন্স ব্যবহার করেছেন। মুনতাসির ১৯:২০, ৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা ফজিলতুন্নেসা নাকি ফজিলাতুন্নেসা? উচ্চারণটা কেমন যেন লাগছে আরকি। হয়ত আগেরটাই সঠিক। যা হোক ব্যাপার না। --μακσυδআলাপ ১৭:৪৫, ৫ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
কয়েকদিন আগে একই ব্যক্তির একটি নতুন সৃষ্ট পাতা মুছে ফেলা হয়েছে। তারপর আমি বুঝলাম আরো একটি পাতা গত মার্চে ফজিলতুন্নেসা জোহা নামে তৈরি হয়েছে। ফলে গত মার্চে সৃষ্ট পাতাটির কিছু তথ্য সম্ভব হলে এই পাতায় এনে সেটিও মুছে ফেলা হোক।--সাদি (আলাপ) ০২:১১, ১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন