আলাপ:পোশাক (ফুটবল)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Waraka Saki: কিট-এর বাংলা হিসেবে পোশাক সঠিক হবে না। কিটের মধ্যে পোশাক, জুতা, প্যাড, গ্লাভ ইত্যাদি অন্তর্ভুক্ত। আমার মতে এটিকে ফুটবল খেলার উপকরণ এই জাতীয় নামকরণ করা যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ২৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: আমার জানামতে, Kit-এর বাংলা অর্থ হচ্ছে খেলা অথবা কোন বিশেষ কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও পোশাক। অন্যদিকে, পোশাক হচ্ছে পরিধান যোগ্য বস্ত্রাদি অথবা পরিধেয় বস্তু। ফুটবল খেলায় Kit-এর মধ্যে জার্সি, শিন প্যাড, শু, গ্লাভসের মতো বস্ত্রাদি অন্তর্ভুক্ত, তবে বল (ফুটবল), ভ্যানিশিং ক্রিম, গোলপোস্ট কিংবা গোলবারের মতো বিষয়বস্তু অন্তর্ভুক্ত নয়, তাই আমি মনে ফুটবল খেলার উপকরণ-এর বদলে নিবন্ধের নাম পোশাক (ফুটবল) রাখাই যথার্থ। – Waraka Saki (আলাপ) ১৭:৫৪, ২৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]