আলাপ:পাটিগণিত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প গণিত (মূল্যায়ন - মান অসম্পূর্ণ, গুরুত্ব সর্বোচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প গণিতের অংশ, যা উইকিপিডিয়ায় গণিত সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী অসম্পূর্ণ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 সর্বোচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী সর্বোচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

শিরোনাম স্থানান্তর[সম্পাদনা]

নিবন্ধটির নাম "পাটিগণিত" হওয়া উচিত।ী না হয়ে ি কার হবে।নিবন্ধটির ভিতরে "পাটিগণিত" বানানে ি কার ব্যবহার করা হয়েছে।আমি নিবন্ধটির নাম পরিবর্তন করতে চাচ্ছি Wiki Nahid NHB (আলাপ) ১৬:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Nakul Chandra Barman: আপনাকে উল্লেখ করলাম, আপনাকে গণিত কাজ করতে দেখেছি। আপনি কী বলেন? এছাড়া বর্তমান বই-পুস্তকে কী লেখা হয়? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৫, ১১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত মাধ্যমিক শ্রেণির গণিত বইগুলোতে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত মাধ্যমিক শ্রেণির গণিত বইগুলোতে (গণিতপ্রভা), উভয়ক্ষেত্রেই এই শব্দটি (পাটিগণিত বা পাটীগণিত) হাতে গোণা মাত্র একবার কি দুবারই ব্যবহার করা হয়েছে। তার চেয়ে বরং বীজগণিত শব্দটিই অধিক চোখে পড়েছে আমার। তা যাই হোক, বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইগুলোতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পাঠ্যপুস্তকে বাংলা একাডেমির নিয়ম অনুসারে পাটিগণিত বানানটি প্রয়োগ করা হয়েছে। পক্ষান্তরে, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত বইগুলোতে পাটীগণিত বানানটি রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত কিসের ভিত্তিতে এই বানানটি প্রয়োগ করেছে তা আমি জানি না।
আমার মত: শিরোনামটি পাটিগণিত রাখা হোক এবং পাটীগণিতকে পুনর্নির্দেশ পাতা হিসেবে রেখে দেওয়া হোক।Nakul Barman (আলাপ) ০১:০৬, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি পাটীগণিত-ই দেখে এসেছি। দুটি বানানই অভিধানসিদ্ধ। বাংলায় এ সংক্রান্ত অন্যতম গ্রন্থ যাদবচন্দ্র চক্রবর্তীর পাটীগণিত। হ্রস্ব-ই কার দিয়ে লেখা হয়ত নতুন প্রবণতা। খোঁজ করে দেখি।--অর্ণব (আলাপ | অবদান) ০৯:৪৫, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি পাটিগণিত শিরোনামে নিলাম। বর্তমানে এটাই বেশি ব্যবহৃত বলে মনে হচ্ছে। আপত্তি থাকলে ফেরত নিন। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৮, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান, আমার আপাতত কোনও আপত্তি নেই। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৪৫, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]