আলাপ:পশ্চিমা উল্লুক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা নামকরণ[সম্পাদনা]

Hoolock hoolock কে যে বাংলায় বনমানুষ নামে ডাকা হয় এর তথ্যসূত্র প্রয়োজন। নিবন্ধের সূচনায় বলা হয়েছে একে নরবানর বলেও ডাকা হয়। বাংলা উইকিপিডিয়ায় ইতমধ্যে নরবানর শিরোনামে একটি নিবন্ধ রয়েছে। ফলে কোনটা সঠিক তা যাচাইয়ের জন্য তথ্যসূত্র আবশ্যক। নিবন্ধপ্রণেতাকে এ বিষয়ে তথ্যসূত্র জোগাড় এবং যোগ করার অনুরোধ জানাচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৫১, ৩১ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা (ঢাকা চিড়িয়াখানা)-র প্রাণী জাদুঘর অনুযায়ী এবং শব্দতাত্ত্বিকভাবেও ওরাং ওটাং (orangutan)-কে বনমানুষ বলা হয়। ইংরেজি ape শব্দের অনুবাদ নরবানর। Hoolock gibbon বা উল্লুককে (আমাদের দেশে পশ্চিমা উল্লুক/Western hoolock gibbon/Hoolock hoolock) নরবানর ডাকার কারণ হয়তো এই যে নরবানরের প্রজাতিগুলোর মধ্যে আমাদের দেশে শুধু এই একটি প্রজাতিই বাস করে। আমাদের দেশে অন্যান্য নরবানর যেমন গোরিলা, শিম্পাঞ্জী, বোনোবো স্থানীয় নয় এবং বনমানুষ বা ওরাং ওটাং হয়তো এক সময় ছিল কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। Ash wki (আলাপ) ১১:০৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]