আলাপ:পশ্চিমবঙ্গের মহকুমা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিষয়বস্তু-সংক্রান্ত একটি প্রশ্ন[সম্পাদনা]

@FaysaLBinDaruL দাদা, এই নিবন্ধটি একটু দেখবেন। আমি এখানে প্রতিটা মহকুমার জনসংখ্যার বিস্তারিত বিবরণ যুক্ত করেছি। তা না করে প্রতিটি মহকুমার উপবিভাগ (সমষ্টি উন্নয়ন ব্লক) সংক্রান্ত তথ্য দেওয়াই কি যুক্তিযুক্ত হবে? মতামত পেলে উপকৃত হব। --অর্ণব দত্ত (আলাপ) ০৯:১০, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Jonoikobangali আগামিকাল দেখে জানাবো আপনাকে।~ ফায়সাল বিন দারুল (২০২২) ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৩:৪৫, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@FaysaLBinDaruL একটি উদাহরণ দিচ্ছি। আমি লিখেছি:
মহকুমা সদর
আয়তন
কিমি
জনসংখ্যা
(২০১১)
গ্রামীণ
জনসংখ্যা %
(২০১১)
শহরাঞ্চলীয়
জনসংখ্যা %
(২০১১)
আলিপুরদুয়ার মহকুমা আলিপুরদুয়ার ২,৬৬৭.২৮ ১,৪৯১,২৫০ ৭৯.৩৮ ২০.৬২

আমার প্রস্তাব এইভাবে সংশোধন করা:

মহকুমা সদর
আয়তন
কিমি
জনসংখ্যা
(২০১১)
সমষ্টি উন্নয়ন ব্লক পৌরসভা/পৌরসংস্থা জনগণনা নগর
আলিপুরদুয়ার মহকুমা আলিপুরদুয়ার ২,৬৬৭.২৮ ১,৪৯১,২৫০ কুমারগ্রাম, ফালাকাটা, মাদারিহাট-বীরপাড়া, কালচিনি, আলিপুরদুয়ার ১ ও আলিপুরদুয়ার ২ আলিপুরদুয়ার ২০টি

কোনটি উপযুক্ত হবে জানাবেন। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৫৪, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@FaysaLBinDaruL যদি বলেন, তাহলে আয়তন ও জনসংখ্যার তথ্য পুরোপুরিই বাদ দেবো। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৫৯, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Jonoikobangali দ্বিতীয়টা বেশি কার্যকরি, তথ্যসমৃদ্ধ মনে হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি মহকুমার একটি মানচিত্র সারণীতে যুক্ত করা যেতে পারে। যেমনটা পশ্চিমবঙ্গের জেলা নিবন্ধে আছে। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৯:২১, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Jonoikobangali পুনশ্চঃ মহকুমা গুলি কোন আইন অনুযায়ী গঠিত ও প্রশাসিত তার একটি সংক্ষিপ্তসার নিবন্ধের প্রথম অনুচ্ছেদে যুক্ত করতে পারেন। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৯:২৮, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@FaysaLBinDaruL ধন্যবাদ। প্রত্যেকটি মহকুমার মানচিত্র দেওয়ার ইচ্ছে আমারও আছে। কিন্তু তা কমনসে পাচ্ছি না। বরং ফাঁকা জায়গা রাখছি, যখন পাওয়া যাবে যোগ করে দিলেই ববে। মহকুমাগুলি কোন আইন অনুযায়ী গঠিত তার তথ্য জোগাড় করা একটু কঠিন হবে। অনেক মহকুমাই ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠাকাল যতগুলি পাব, যোগ করে দেবো। --অর্ণব দত্ত (আলাপ) ১৯:৩৮, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Jonoikobangali ধন্যবাদ। আপাতত যতটা উপাত্ত পাওয়া যায়, তাই নিয়ে নিবন্ধটির উন্নয়ন হোক। প্রচুর পরিসংখ্যান ইতোমধ্যেই নিবন্ধে যুক্ত হয়েছে। এটার উৎপাদ হিসেবে পরবর্তীতে সময় করে পশ্চিমবঙ্গের সামষ্টিক উন্নয়ন ব্লক নিয়ে আরেকটি পৃথক তালিকা নিবন্ধ করা যাবে। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৯:৫৯, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@FaysaLBinDaruL ধন্যবাদ। ব্লক নিয়েও কাজ চলছে। আপাতত স্থগিত রাখলাম। কারণ মহকুমার কাজটা শেষ করতে হবে। --অর্ণব দত্ত (আলাপ) ২০:১৪, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]