আলাপ:পঞ্চকন্যা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পার্থক্য আন্ডারলাইনে মন্তব্য[সম্পাদনা]

সুব্রত দা নিবন্ধের স্তব-স্তুতিতে বঙ্গানুবাদসংস্কৃত প্রতিবর্ণীকরণঅংশে আন্ডারলাইন মনে হয় ঠিক মতো দেয়া হয় নাই। একটু চেক করে দেখবেন কি?-মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৬:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

রকি ভাই, অজস্র ধন্যবাদ আপনাকে! ছোট্ট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে নজর দেয়ায় যা আপনা কর্তৃক উইকিকে ভালোবাসারই বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করছি। প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এছাড়াও বঙ্গানুবাদসংস্কৃত প্রতিবর্ণীকরণ অংশটুকু জনৈকবাঙ্গালী নামে পরিচিত বাবু অর্ণব দত্তের মন্দোদরীর ‘গুরুত্ব’ অনুচ্ছেদ থেকে নেয়া হয়েছে মূলতঃ ধারাবাহিকতা ও মিল রাখতে। আবারো ধন্যবাদ আপনাকে! - Suvray (আলাপ) ১৪:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকেও অনেক ধন্যবাদ।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১১:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

কুন্তি বানানটি 'কুন্তী' হবে। আর সুব্রতদা, আমাকে 'বাবু অর্ণব দত্ত' না বলে শুধু অর্ণব বললেই খুশি হব। নামের আগে 'বাবু' কথাটি উনিশ শতকে চলত, এখন চলে না।--Jonoikobangali (আলাপ) ১৪:২৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে বর্তমান কুন্তি নিবন্ধকে কুন্তী নিবন্ধে স্থানান্তর করছি। - Suvray (আলাপ) ১৭:০৬, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]