আলাপ:দিল চাহতা হ্যায়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম পরিবর্তন প্রসঙ্গে[সম্পাদনা]

সুপ্রিয় @Fayaz Rahman:, আপনি 'দিল চাহতা হ্যায়' নিবন্ধটিকে কোন কারণ প্রদর্শন না করেই 'দিল চাহ্তা হে' তে স্থানান্তর করেছেন। হিন্দি 'दिल चाहता है' এর বাংলা প্রতিবর্ণীকরণ হিসেবে 'দিল চাহতা হ্যায়'-ই ঠিক আছে। আপনি 'চাহতা' শব্দের হ ও ত কে যুক্ত করেছেন, যেখানে হিন্দি শব্দে দুটি বর্ণ আলাদা রয়েছে। অন্যদিকে 'है' এর বহুল প্রচলিত বাংলা প্রতিবর্ণীকরণ 'হ্যায়'-কে আপনি 'হে'-তে স্থানান্তর করেছেন। কিন্তু 'হে' এর হিন্দি 'हे' হয়ে থাকে, 'है' নয়। লক্ষ্য করুন है-এ 'এ-কার' নয় 'ঐ-কার' রয়েছে। যেহেতু, আপনি হিন্দি বিভিন্ন বিষয়ের নিবন্ধ তৈরি করছেন উইকিপিডিয়া:বাংলা ভাষায় হিন্দি শব্দের প্রতিবর্ণীকরণ এখানে প্রদত্ত নীতিমালা অনুসরণ করতে পারেন। তাতে হয়ত ভবিষ্যতে এই ধরনের ভুল এড়ানো যাবে। ধন্যবাদ। --ওয়াকিম (আলাপ) ১০:৫২, ১৪ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি হিন্দি উচ্চারণ লিখেছিলাম আর কি হিন্দি ভাষায় উচ্চারণ ওরকমই তো। Fayaz Rahman (আলাপ) ০৫:৪২, ১৫ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]