আলাপ:ট্যুরিস্ট পুলিশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: কুউ পুলক কর্তৃক ২ বছর পূর্বে "ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ" অনুচ্ছেদে

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ[সম্পাদনা]

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের পর্যটন স্পটসমূহে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানকারী গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা। ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এই ইউনিট প্রধানের পদমর্যাদা অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি)।

ট্যুরিস্ট পুলিশের আত্নপ্রকাশ

পর্যটন শিল্প বিকাশে অন্যতম প্রধান শর্ত এ শিল্পের নিরাপত্তা। স্বাধীনতার অব্যহতির পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশ পর্যটন কপোর্রেশন গঠন করে বাংলাদেশে পর্যটন শিল্পের শুভ সূচনা করেন। পর্যটন শিল্পকে নিরাপত্তা ও সুরক্ষার চাদরে আবৃত করে দেশের সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়ে তাঁর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে জাতীয় পর্যটন নীতিমালা ঘোষণা করেন। সেই নীতিমালার ৬.৯ অনুচ্ছেদে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ট্যুরিস্ট স্পটসমূহে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের বিষয় উল্লেখ করেন। পরবতীর্তে ২০১৩ সালের ৬ নভেম্বর ‘ট্যুরিস্ট পুলিশ’ নামক বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয় এবং ২০২০ সালের ০৩ জুন ট্যুরিস্ট পুলিশ বিধিমালা ‘ট্যুরিস্ট পুলিশ বিধিমালা, ২০২০’ শিরোনামে গেজেট আকারে প্রকাশিত হয়। বাংলাদেশকে পর্যটকদের জন্য একটি নিরাপদ গন্তব্যে পরিণত করা ও পর্যটন শিল্পের উন্নয়নে শুরু থেকেই ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের ভিশন “পর্যটকদের জন্য নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশের মনোরম প্রাকৃতিক বৈচিত্র্যমন্ডিত পরিবেশ”

ট্যুরিস্ট পুলিশের মিশন ট্যুরিস্ট পুলিশ ভদ্র, সৌজন্যমুলক এবং সদাচরণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পর্যটনস্থলে পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করবে এবং প্রতিশ্রম্নতিবন্ধ যে—

   নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত;
   মনোরম পরিবেশ প্রস্তুত;
   আস্থা বৃদ্ধি;
   আইনগত সহায়তা প্রদান;
   জীব—বৈচিত্র্য সংরক্ষণ এবং 
   সবোর্চ্চ পেশাদারিত্ব প্রদর্শন করবে।

ট্যুরিস্ট পুলিশ প্রধানঃ

জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) বাংলাদেশ পুলিশের ১৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (ইঈঝ) এর একজন কর্মকর্তা। তিনি অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে ২০২২ সালের ১১ অক্টোবর ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। এর পূর্বে তিনি ঢাকা রেঞ্জের উপ—মহা পুলিশ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন।

ট্যুরিস্ট পুলিশ সংগঠন

ট্যুরিস্ট পুলিশে ০৪টি বিভাগঃ ১. ঢাকা—ময়মনসিংহ—সিলেট বিভাগ ২. চট্টগ্রাম বিভাগ ৩. খুলনা—বরিশাল বিভাগ ৪. রাজশাহী—রংপুর বিভাগ

উক্ত বিভাগ গুলি আবার ১১ টি রিজিয়নে বিভক্তঃ ১. ঢাকা রিজিয়ন ২. সিলেট রিজিয়ন ৩. ময়মনসিংহ রিজিয়ন ৪. চট্টগ্রাম রিজিয়ন ৫. কক্সবাজার রিজিয়ন ৬. রাঙ্গামাটি—খাগড়াছড়ি রিজিয়ন ৭. বান্দারবান রিজিয়ন ৮. রাজশাহী রিজিয়ন ৯. রংপুর রিজিয়ন ১০. খুলনা রিজিয়ন ১১. কুয়াকাটা রিজিয়ন

উক্ত ১১ টি রিজিয়ন ৩০টি জেলায় ৪২টি জোনে বিভক্ত হয়ে ৬৪টি অফিসের মাধ্যমে ১০২টি পর্যটন স্পটে সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যুরিস্ট পুলিশের স্লোগানঃ "Commited to Protect, Proud to Serve" ট্যুরিস্ট হেল্পলাইনস্ঃ +৮৮০ ১৩২০—২২ ২২ ২২

                             +৮৮০ ১৮৮৭—৮৭ ৮৭ ৮৭

ট্যুরিস্ট পুলিশ কর্তৃক ব্যবহৃত অনলাইন প্লাটফর্মসমূহঃ ১. ফেসবুক পেইজ (https://www.facebook.com/TouristPolice.BD) ২. ওয়েবসাইট (https://tourist.police.gov.bd/) ৩. Hello tourist অ্যাপস্ (https://play.google.com/store/apps/details?id=com.police.hellotourist) ৪. ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/@hellotourist68 )

ট্যুরিস্ট পুলিশ বিধিমালাঃ

‘ট্যুরিস্ট পুলিশ বিধিমালা, ২০২০’ শিরোনামে ০৩ জুন ২০২০ সালে ট্যুরিস্ট পুলিশ বিধিমালা গ্যাজেট আকারে প্রকাশিত হয়।

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ পেজে উপরোক্ত তথ্য গুলো সংযোজন করার জন্য অনুরোধ জানাচ্ছি।


@আফতাবুজ্জামান জনাব, নিবন্ধ নাম ট্যুরিস্ট পুলিশ নয় পর্যটন পুলিশ করার প্রস্তাব করছি। --  কুউ পুলক  ১৬:০৫, ২৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক: এটির বাংলা নামই "ট্যুরিস্ট পুলিশ"। বাংলাদেশ, বুঝতেই পারছেন; ২১শে ফেব্রুয়ারি আসলে আমাদের একদিনের জন্য ভাষার প্রতি আবেগ উপচে উঠে, সর্বস্তরে বাংলা চালু নিয়ে কথাবার্তা হয় কিন্তু বাকি বছর খবর থাকে না। ভবিষ্যতে বাংলা শব্দ থাকা সত্ত্বেও ইংরেজিকে বাংলা নাম হিসেবে চালিয়ে দেয়া হলে অবাক হবেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৩, ২৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ঠিক বলেছেন। ধন্যবাদ। --  কুউ পুলক  ১৮:০৭, ২৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন