আলাপ:জাবির ইবনে হায়য়ান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামের বানান[সম্পাদনা]

@ওহিদ: বানান টি কেনো ভুল তা একটু ব্যাখা করুন, সম্পাদনা সারাংশ মনে হয় দেখেছেন ই। ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ০৪:১৮, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: আপনি এভাবে বাতিল করলেন কেন? আমি আফতাবুজ্জামান ভাইকে বলেছিলাম, তিনি না করায়। আমি ভাবলাম আমি হয়তো পারবো বলে তিনি করে দেন নি। বানানে ভুল স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে ইবনে হবে। আপনি করুন তাহলে। -- ওহিদ (আলাপ) ০৪:২৪, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ কোনসময় কপি পেস্ট করে স্থানান্তর করবেন না, এতে নিবন্ধের ইতিহাস ঠিক থাকে না, সঠিক লেখক তার‌ ক্রেডিট পান না। জাবির ইবনে হায়য়ানজাবির ইবনে হাইয়ান নামে দুটো নিবন্ধ রয়েছে, এখানে আপনার মতে কোন বানান সঠিক? —শাকিল (আলাপ · অবদান) ০৫:৪৬, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: এতে ক্রেডিটের কি আছে? আপনি ভাবছেন আমি হয়তো নিবন্ধের ক্রেডিট পাওয়ার জন্য এমনটি করছি। আসলে আমি এমনও নীচ ছোট নয় যে ক্রেডিট পাওয়ার জন্য এরকম কাজ করবো। আমার নিয়ত যথেষ্ট ভালো আল্লাহর অশেষ মেহেরবানীতে। যদি ক্রেডিট পাওয়ারই ইরাদা থাকতো, তাহলে মুহাম্মাদের স্ত্রীগণ এছাড়াও অনেক শুধু ইসলাম সম্পর্কিত নিবন্ধগুলিই না, এর বাহিরেও অনেক নিবন্ধ আমি সম্পন্ন সম্প্রসারণ করেছি। এর জন্য প্রমাণ হিসেবে আপনি আমার অবদানের ইতিহাস ঘুরে দেখতে পারেন। -- ওহিদ (আলাপ) ০৭:১৯, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ আমি বেশ কিছু আলোচনায় লক্ষ্য করেছি কোন মন্তব্যকে আপনি ব্যক্তিগতভাবে নেন, যেটা কাম্য নয়। আপনি আপনাকে বলিনি আপনি এমনটা করেছেন বা করতে চেয়েছেন। উইকিপিডিয়ার ব্যবহৃত লাইসেন্স অনুযায়ী নিবন্ধের লেখকদের অব্যশই তার কর্মের স্বীকৃতি দিতে হবে। একজন অবদানকারী হিসাবে আমাকে যেমন এই লাইসেন্স অনুসরণ করতে হবে ঠিক তেমনি আপনি সহ সবাইকেই। সবকিছু নিয়ম এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে চলে, কাজেই সেগুলো অনুসরণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৪, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
দেখুন ভাই আমি বিস্তারিতভাবে আপনাকে বুঝাচ্ছি, একেই বহু কষ্টের পর একটি নিবন্ধ লেখা শেষ হয়, বড়ো নিবন্ধ মোবাইলে লিখতে কতটা অসুবিধা হয় বা হ্যাঙ্ক হয় তা আমার নতুন করে কিছু বলার নেই(কম্পিউটারে লিখি না কারণ সেখানে বাংলায় কিভাবে লিখতে হয় জানি না), নিজের ব্যক্তিগত জীবনে অসংখ্য কাজের পর, সময় করে এখানে আসি কিছু কাজ করতে, কারণ উইকিপিডিয়াকে ভালোবাসি (উইকিপিডিয়ার লক্ষ্য, মোটো...আমার চিন্তাভাবনার সাথে মিল খায়)। কাজ করতে এসেই কেউ যদি এরকম কিছু শোনে 'নিবন্ধের ক্রেডিট' নিয়ে, এবং তার মধ্যে কোন আলোচনা ছাড়াই আপনি আমার সম্পাদনা দুটি শুধু শুধু বাতিল করেছিলেন, যদিও আপনি দেখছেন এখন আমি মধ্যযুগের নিবন্ধগুলি সম্পন্ন ভালোভাবে তৈরি করছি, যা আমার খারাপ লেগেছিল, এতকিছুর পর যেকোনো সুস্থ মানুষের মাথা গরম হয়ে যাওয়ারই কথা। না আমাকে ব্যক্তিগতভাবে কেউ চেনে যে নিবন্ধের ক্রেডিট নিয়ে আমি ধুয়ে খাব। ব্যবহারই মানুষের থেকে যায়, আর সেই ব্যবহারই আফতাবুজ্জামান ভাইয়ের আজ আমাকে এতগুলি কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল/জুগিয়েছে/জুগাতে থাকবে। -- ওহিদ (আলাপ) ১০:৩৬, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

এছাড়াও আমার মনে পড়া আরেকটি জায়গায় আপনি আমার সম্পাদনা বাতিল করেছিলেন, যা আমার খারাপ লেগেছিল(কিন্তু কিছু মনে করিনি), যা আমার কাছে আস্থার বড় ঘাটতি বলে মনে হয়। -- ওহিদ (আলাপ) ১০:৪৭, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@ওহিদ দেখুন আপনি ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছেন। আমি কি আপনাকে চিনি? আপনার সাথে কি আমার কোন ব্যক্তিগত শত্রুতা রয়েছে? আপনার সম্পাদনা এমনিতেই বাতিল করলে আমার লাভ কি? যারা এখানে অবদান রাখে তারা সবাইই বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা এবং উইকিপিডিয়ায় প্রতি ভালোবাসা থেকেই এখানে থেকে যায়। আলোচনাগুলোতে প্রফেশনাল হওয়ার চেষ্টা করুন। আপনার উল্লেখিত সম্পাদনা বাতিলের কথা যদি বলি, "কোন বার্তায় আপনাকে যদি বলা হয়, সুধী! ওহিদ তাহলে কেমন শোনাবে?" আমার উপরের বার্তাটি একটু মনোযোগ দিয়ে পড়ুন। ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ১১:৩২, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি "জাবির ইবনে হাইয়ান"কে "জাবির ইবনে হায়য়ান"তে পুনর্নির্দেশ করলাম। যদিও কোনটি উপযুক্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু মূল নিবন্ধের ইতিহাস বর্তমানে "জাবির ইবনে হায়য়ান" পাতায় রয়েছে এবং পরবর্তীতে "জাবির ইবনে হাইয়ান" উপযুক্ত হওয়ার সিদ্ধান্ত হলেও পাতাটি অপসারণ করে "জাবির ইবনে হায়য়ান" থেকে স্থানান্তর করতে হবে। — AKanik 💬 ১১:০১, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]