আলাপ:ছাপাঙ্কিত মুদ্রা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Foysalur Rahman Shuvo কর্তৃক ৪ বছর পূর্বে "সম্প্রসারণ প্রয়োজন" অনুচ্ছেদে

নাম পরিবর্তন[সম্পাদনা]

@আফতাবুজ্জামান, NahidSultan, এবং Nahian~bnwiki: যেহেতু বাংলায় পাঞ্চমার্কড শব্দটির একটি অতি প্রচলিত প্রতিশব্দ (ছাপাঙ্কিত) রয়েছে তাই নিবন্ধটির নাম ছাপাঙ্কিত মুদ্রা করার অনুরোধ জানাচ্ছি। ____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১০:২৫, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md. Sadman Sakib Bd: আপনি হয়তো জানেনই যে, উপর্যুক্ত নিবন্ধটি বিশেষ এডিটাথন উপলক্ষে তৈরি করা। বিশেষ এডিটাথনে নিবন্ধ তৈরি করতে যে নামগুলো প্রদান করা হয়েছে, সেগুলো বাংলাপিডিয়া থেকে গৃহীত। বাংলাপিডিয়ার সকল নিবন্ধ উইকিপিডিয়ায় স্থান দিতেই যেহেতু এই প্রতিযোগিতা, তাই সে-অনুসারেই নাম দেওয়া হয়েছে। তবে আপনার মতো আমিও নিবন্ধ তৈরি করা বেলায় ভেবেছি, নাম-টা ইংরেজিতে হয়ে যাচ্ছে। তাই আমি অনুচ্ছেদে বাংলা অর্থ ছাপাঙ্কিত মুদ্রা-ও দিয়ে দিয়েছি। এখন প্রশাসকগণ যদি মনে করেন নিবন্ধটির নাম পরিবর্তন করা উচিৎ, তবে আমার মতে - তা ভালো হবে। :) ~ নাহিয়ান আলাপ ১১:৪৪, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Md. Sadman Sakib Bd: করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫২, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্প্রসারণ প্রয়োজন[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী:Nahian~bnwiki উক্ত নিবন্ধটি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার নিবন্ধটির সম্প্রসারণ প্রয়োজন। আপনি বাংলাপিডিয়া এবং গুগল থেকে তথ্য সংগ্রহ করে উক্ত নিবন্ধটির সম্প্রসারণ করতে পারেন এবং এর লিংক অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন এর নিবন্ধ তালিকার ডান পাশে দেওয়া আছে। উল্লেখ্য নিবন্ধ সম্প্রসারণ করা হলে আমি "কাজ প্রয়োজন" ট্যাগটি সরিয়ে ফেলব, তাই পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ, আপনার সম্পাদনা শুভ হোক।এফ আর শুভ (আলাপ) ০৬:২৫, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন