আলাপ:ছত্তিশগড়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছত্তিসগড় না ছত্তীসগঢ়[সম্পাদনা]

হিন্দি ভাষায় লিখিত বানানটি কিন্তু ছত্তিসগড় নয়, ছত্তীসগঢ়। প্রতিবর্ণীকরণ অনুসারে কিন্তু ছত্তীসগঢ়ই লিখিত হওয়া উচিত।--ভার্গব চৌধুরী ০৯:১২, ১৩ এপ্রিল ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ছত্তিসগড় না ছত্তীসগঢ়[সম্পাদনা]

হিন্দি ভাষায় লিখিত বানানটি কিন্তু ছত্তিসগড় নয়, ছত্তীসগঢ়। প্রতিবর্ণীকরণ অনুসারে কিন্তু ছত্তীসগঢ়ই লিখিত হওয়া উচিত।--ভার্গব চৌধুরী ০৯:১২, ১৩ এপ্রিল ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

নামকরণ সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

@Jonoikobangali এবং Sumangal: আমি অনলাইনে বিভিন্ন বাংলাদেশী, ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে চার ধরনের বানান পেলাম : ছত্তিসগড়, ছত্তীসগড়, ছত্তিশগড়, ছত্তীশগড়। অর্থাৎ হ্রস্ব কিংবা দীর্ঘ ঈ এবং দন্ত্য স বনাম তালব্য শ, এ দুইয়ের কারণে বানানে বিচিত্রতা। কোনওখানেই দেবনাগরী লিপির অনুকরণে "ঢ-এ শূন্য ঢ়"-এর মত বানান দেখলাম না। আকাদেমি বানান অভিধান বা পশ্চিমবঙ্গের পৌরনীতি / ভূগোল পাঠ্যপুস্তক কী বলে? --অর্ণব (আলাপ | অবদান) ০৩:০৭, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ছত্তিশগড়ের রাজভাষা হিন্দি এবং সেই ভাষায় রাজ্যের নামের বানান "ছত্তীসগঢ়"। আকাদেমি বানান অভিধানে (পৃ. ১৬৯) "ছত্তিশগড়" ও "ছত্তিশগড়ি [ড়ি]" - এই দু'টি অন্তর্ভুক্তি পাচ্ছি। ভূগোল পাঠ্যপুস্তকে ব্যবহৃত বানানটিও "ছত্তিশগড়"। এখানে আমার প্রস্তাব হল, আকাদেমি অনুমোদিত ও পাঠ্যপুস্তকে ব্যবহৃত বানানটি দিয়ে শিরোনাম করা হোক। অন্যান্য যে বানানগুলি বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যাচ্ছে, সেগুলিকে নিবন্ধের প্রথম লাইনে "ছত্তিশগড় (হিন্দি: छत्तीसगढ़; বাংলায় ছত্তিসগড়, ছত্তীসগড়, ছত্তিশগড় বা ছত্তীশগড় বানানও প্রচলিত)" - এইভাবে লেখা হোক। প্রয়োজনে বিকল্প বানানগুলির সূত্র উল্লেখও করা যায়। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:০৭, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]