আলাপ:চায়না (কুস্তিগির)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম প্রসঙ্গে[সম্পাদনা]

এই নিবন্ধের নাম নিয়ে খুব মুশকিলে আছি। এই নিবন্ধটি বাংলা ছাড়াও ৩৩টি ভাষায় আছে। সম্প্রতি আমি এটি বাংলায় অনুবাদ করে তৈরি করি। প্রায় অধিকাংশ ভাষায় যে নাম আছে সেটা গুগল অনুবাদ করে দেখলাম নাম দেখাচ্ছে "চায়না" বা "চীন"। এছাড়া কিছু সাক্ষাৎকারে শুনেছি সে নিজেকে (এখানে দেখুন) এবং সঞ্চালক তাকে এখানে দেখুন "চায়না" বলেই সম্বোধন করেছেন। সবদিকে বিবেচনায় আমি মনে করি নাম "চায়না" হতে পারে। অভিজ্ঞদের মতামত আশা করছি। ওয়াকিম, আফতাবুজ্জামান, নাহিদ সুলতান আপনাদের পরামর্শ আশা করছি। ধন্যবাদ।রুবেল শেখ (আলাপ) ১৮:০৭, ২১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

তাহলে "চায়না" দেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১০, ২১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Rubel33:সাক্ষাৎকার ও রেসলিং টুর্নামেন্টের ধারাভাষ্য অনুযায়ী 'চায়না' সঠিক বলে বিবেচনা করছি।--ওয়াকিম (আলাপ) ১৮:৫১, ২১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ওয়াকিমআফতাবুজ্জামান, আপনাদের ধন্যবাদ। রুবেল শেখ (আলাপ) ১৮:৫৫, ২১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]