আলাপ:খালিদ বিন ওয়ালিদ
![]() | খালিদ বিন ওয়ালিদ নিবন্ধটি বর্তমানে বিষয়ক ভালো নিবন্ধের জন্য প্রস্তাবিত। এই নিবন্ধে উল্লেখযোগ্য অবদান (বা মনোনীত) রাখেন/করেন নি এমন যে কেউ এই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসাবে তালিকায় যুক্ত হবে কি না তা সিদ্ধান্ত নিতে ভালো নিবন্ধের গুণাবলী অনুযায়ী এটি পর্যালোচনা করতে পারেন, মনোনয়ন পাতার রূপরেখা অনুসারে। পর্যালোচনাকারী: পর্যালোচনা প্রক্রিয়া আরম্ভ করতে, এই লিঙ্কটি অনুসরণ করুন: পর্যালোচনা শুরু করুন। এটি ভালো নিবন্ধ পর্যালোচনার জন্য একটি উৎসর্গীকৃত উপপাতা তৈরি করবে। পাতাটি সংরক্ষণ করুন। (যদি ইতিমধ্যে এই কাজ করে থাকেন, এবং এখনো পর্যন্ত টেমপ্লেটের পরিবর্তন না ঘটলে, এই আলাপ পাতায় করে আবার চেষ্টা করুন। ভালো নিবন্ধ দিকনির্দেশনা দেখুন।) Intakhab কর্তৃক মে ০৫, ২০১৬ তারিখে মনোনীত |
এই পাতাটি খালিদ বিন ওয়ালিদ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
পাতা স্থানান্তর সংক্রান্ত[সম্পাদনা]
@ওহিদ ভাই, আপনি সম্প্রদায়ের সাথে আলোচনা না করে প্রসিদ্ধ এই পাতাটি স্থানান্তর করেছেন। কারণগুলো উল্লেখ করলে উপকৃত হতাম। আর এই জাতীয় উল্লেখযোগ্য পাতা স্থানান্তরের পূর্বে সম্প্রদায়ের সাথে আলোচনা করে নেওয়া জরুরি।
আরেকটা বিষয়, বাংলায় খালিদ বিন ওয়ালিদ হিসেবেই তিনি বেশি প্রসিদ্ধ। শিরোনামের নীতিমালা অনুসারে এই নামটা থাকাই যথার্থ ছিল বলে মনে করি। -- ~ খাত্তাব অ, আ, ই... ২৩:৫২, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
- @খাত্তাব হাসান: আন্তরিকভাবে দুঃখিত আলোচনা না করায়, খাত্তাব ভাই। আসলে তখন ভেবেছিলাম, যেহেতু, আরবিতে "বিন আল-..." থাকলে ইংরেজিতে "ইবনে আল-..." আর বাংলায় "ইবনুল" হয়। উদাহরণস্বরূপ, উমর ইবনুল খাত্তাব ও আবু উবাইদা ইবনুল জাররাহ দেখতে পারেন। এখন আমারও মনে হচ্ছে বাংলায় 'খালিদ বিন ওয়ালিদ'-টায় প্রচলিত এবং সঠিক, আমার পরিবর্তন করাটা ঠিক হয়নি। সুতরাং আমি বলে দিচ্ছি আগের নামে ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ এ বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। -- ওহিদ (আলাপ) ২০:৩৩, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ভাই, এইটি আগের নামে অর্থাৎ 'খালিদ বিন ওয়ালিদ' শিরোনামে ফিরিয়ে আনুন। ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ২০:৩৬, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)