আলাপ:কুইবেক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"কুইবেক" শিরোনামে স্থানান্তর[সম্পাদনা]

সুধী, বাংলায় প্রচলিত বানান অনুযায়ী এই পাতাটিকে "কুইবেক" শিরোনামে স্থানান্তরের প্রস্তাব করছি। -- আদিভাই (আলাপ) ০৯:২১, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  1.  সমর্থন প্রথম আলো, বিবিসি, বাংলা ট্রিবিউনসহ সকল পত্র পত্রিকাতে এবং বইয়েও এটি কুইবেক বলেই স্বীকৃত। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৯:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  2.  সমর্থন কুইবেক-ই সর্বাধিক প্রচলিত। @Zaheen এবং আফতাবুজ্জামান: ভাইয়ের মতামত আশা করছি। ≈ MS Sakib  «আলাপ» ০৯:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  3.  সমর্থন, কুইবেক প্রচলিত নাম। —ইয়াহিয়াবলুন...০৯:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমত, উইকিপিডিয়া কোনো গণতন্ত্র নয়। এখানে সমর্থন বিরোধিতার প্রশ্ন কেন আসছে। এখানে যদি ৯৯ জন ভুল কোন কিছুকে সমর্থন দেয় এবং ১ জন সঠিক হয়, তবে সঠিকটাই গৃহীত হবে, ভুলটা নয়। দ্বিতীয়ত, কুইবেক-কে প্রচলিত দাবি করে কয়েকটি পত্র-পত্রিকার উল্লেখ করা হচ্ছে। এরকম কেবেক-এর পক্ষেও সংবাদ দেখানো যায়, যেমন প্রথম আলো, যুগান্তর, সমকাল, বিডিনিউজ, আনন্দবাজার সহ এপার ও ওপার বাংলার আরও বেশ কয়েকটি সংবাদপত্রের সংযোগ দিতে পারবো। আর বাংলানিউজের এই সংবাদটিতে কেবেক উল্লেখ করে বলা হচ্ছে এটি ফরাসি ভাষী অঞ্চল। ফলে এই শহরের নামের ফরাসি প্রতিবর্ণীকরণই ব্যবহৃত হবে। এবার আসা যাক, এই শহরের মূল বাসিন্দা বা কানাডীয়রা এই শহরটির নাম কীভাবে উচ্চারণ করে। এই ভিডিওর ৪ঃ১৪ মিনিট থেকে দেখুন বলা হচ্ছে তারা এই শহরটির নাম কেবেক বা ক্যুবেক উচ্চারণ করেন, তবে কেবেক অতি-ব্যবহৃত। তাই নিবন্ধটির বর্তমান নাম (কেবেক) থাকাটাই সঠিক হবে।--ওয়াকিম (আলাপ) ১২:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ওয়াকিম ভাইয়ার মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ। নয়তো সত্যিই এই লিঙ্কগুলো আমাদের চোখ এড়িয়ে যেত। :) তবে এরপর প্রশ্ন দাঁড়ায় "কুইবেক" কি ভুল? কিছু উদাহরণ দেওয়া যায়। ইংরেজিতে আছে "burstfire", আমরা বলি "ব্রাশফায়ার", আছে "hospital" আমরা বলি "হাসপাতাল"। এগুলো মূল উচ্চারণ অনুসরণ না করলেও ভুল নয়। ভুল শুদ্ধের ৯৯:১ অনুপাতটি এই উদাহরণগুলোতে যুক্তিসংগত হলেও, বর্তমান আলোচনা ৫০:৫০ তে ঝুলে আছে। এ কারণে এখানে সমর্থন - বিরোধিতার প্রশ্ন। সম্প্রদায় আলাপ - আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেয়। উইকিপিডিয়া কোনো গণতন্ত্র নয় অনুসারেই "ঐকমত্যের মাধ্যমে আগে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়া কোনো সিদ্ধান্তও পরিবর্তন হতে পারে।" ধন্যবাদ — আদিভাইআলাপ১৪:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]