আলাপ:কারাগার (ওয়েব ধারাবাহিক)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

@Mehediabedin, @আফতাবুজ্জামান নেটফ্লিক্সের ধারাবাহিক নাটক বা চলচ্চিত্রকে ইংরেজি উইকিতে আলাদা করে অয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম হিসেবে বলে না। বাংলা উইকিতে ভিডিও চাহিদা সেবা বা ওটিটিতে মুক্তি পাওয়া অনুষ্ঠানগুলিকে ওয়েব ধারাবাহিক/চলচ্চিত্র হিসেবে আখ্যা দেয়া হচ্ছে, বেশ কয়েকদিন ধরে এই প্রবণতা দেখছি। নাম পরিবর্তন করে 'কারাগার (ধারাবাহিক নাটক)' রাখা উচিত। মুক্তির মাধ্যম অনুযায়ী তাদের আলাদা করে "ওয়েব ......" না করলে ভাল হয়। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ২৩:৪৮, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@WAKIM - আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫১, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL ইংরেজি ও বাংলা উইকিতে যেহেতু ওয়েব সিরিজের জন্য পৃথক বিষয়শ্রেণীই আছে সেহেতু ওয়েব ধারাবাহিক লিখলে তো আপত্তি থাকার কথা না। তাছাড়া নেটফ্লিক্সে বলা না হলেও হইচইতে ওয়েব সিরিজ বলা হয়ে থাকে। সেই হিসেবে হইচইয়ের ওয়েব সিরিজকে শিরোনামে ওয়েব সিরিজ লেখাটাই যৌক্তিক। মেহেদী আবেদীন ০০:০৩, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin এই প্রবনতা শুধু বাংলাদেশ আর ভারতেই আছে। কিন্তু সারা বিশ্বে ওটিটি আছে, সেখানে এইভাবে আলাদা করে বলা হয়না। হইচই, কিংবা চরকি-এ গুলি নিজেই ইউটিউবের মত স্ট্রিমিং সার্ভিস। আলাদা করে তারা নিজেরা কেন তাদের অনুষ্ঠানের নামের সামনে "ওয়েব" কেন আখ্যা দিচ্ছে, তা জানিনা, অন্য সব ধারাবাহিকের মত এটাই সাধারণ কাতারে রাখা উচিত। বিষয়শ্রেনী দিয়ে আলাদা করাকে সমর্থন করা যায়, তবে শিরোনামের ক্ষেত্রে মনে হচ্ছে না , এটা ঠিক হচ্ছে। বলা বাহুল্য, সাংবাদিকরা এটাকে 'ওয়েব' নামে বললেও বিশ্বকোষের শ্রেণিবিভাগ হিসেবে , এটি একটি ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রের সংজ্ঞায় পরে। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ০০:০৮, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL সেক্ষেত্রে এই আলোচনাটা তাহলে আলোচনাসভায় স্থানান্তর করা হোক। আরো বিশদে সেখানে আলোচনা করা যায়। আশাকরি সবাই আপনার কথাটা বুঝতে পারবে। তখন ওয়েব ধারাবাহিক লেখা সকল শিরোনামের নিবন্ধ একসাথে স্থানান্তর করা যাবে। মেহেদী আবেদীন ০০:১৫, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin ভাল প্রস্তাব। Wikipedia:Naming conventions (television) দেখে নিই। তারপর সম্প্রদায়ের আলোচনায় একটা প্রস্তাব রাখবো। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৪:২৪, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন