আলাপ:কল্পা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Sumita Roy Dutta কর্তৃক ৮ বছর পূর্বে "স্থানান্তর" অনুচ্ছেদে

স্থানান্তর[সম্পাদনা]

গতকাল 'কল্পা' নামক একটি নতুন পাতা সংযোজন করি। পরে 'কল্পা' নামটির ইংরাজী লিঙ্ক ভুলবশত Kalpa পাতায় করি। পরে 'কল্পা' র নাম বদলে 'কল্পা,হিমাচল প্রদেশ' করি এবং ইংরাজী সঠিক সংযোজন Himachal Pradesh এই পাতায় করি। কিন্তু আজ user:Ashiq Shawon সেটিকে হিমাচল প্রদেশ পাতাটিকে কল্পা শিরোনামে পুনির্নির্দেশনার মাধ্যমে আবার পূর্বাবস্থায় অর্থাৎ 'কল্পা' নামে ফিরিয়ে আনেন। তাতে অসুবিধা এটাই হয়েছে যে বাংলা পাতা থেকে ইংরাজী পাতায় গেলে Kalpa পাতায় যাচ্ছে যেটি সম্পূর্ণ অন্য পাতা। সঠিক Himachal Pradesh পাতায় না গিয়ে। ইংরাজী Himachal Pradesh পাতা থেকে বাংলাতে ঠিক আসছে। এখন ঠিক করার উপায় কি? Sumita Roy Dutta (আলাপ) ১৯:২৮, ২২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সুমিতাদি, আসলে কল্প আর কল্পা দুটো বানানের ইংরেজী Kalpa হয়। কিন্তু যেহেতু বাংলায় কল্পা নামে আর কোন নিবন্ধ নেই, তাই বাংলায় হিমাচল প্রদেশ যোগ করার দরকার পড়ে না, কিন্তু ইংরেজীতে Kalpa (কল্প এবং কল্পা) নামে আরো নিবন্ধ রয়েছে, বলে হিমাচল প্রদেশ যোগ করার দরকার হয়। সেই কারণেই user:Ashiq Shawon কল্পা,হিমাচল প্রদেশ থেকে কল্পা নিবন্ধে স্থানান্তর করে দিয়েছেন। যাই হোক, আন্তঃউইকি সংযোগ ঠিক  করা হয়েছে। এখন আর কোন সমস্যা নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৫০, ২২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
বাংলায় যেহেতু এই নামে কোন নিবন্ধ নেই সেহেতু সরানো হয়েছিলো; এবং আন্তঃউইকি সংযোগ ঠিক করতে গিয়ে দেখি আগেই করে দেয়া হয়েছে। যাই হোক, সমস্যার সমাধান হয়েছে আশা করি। - Ashiq Shawon (আলাপ) ১৯:৫৮, ২২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বোধি এবং Ashiq Shawon

Sumita Roy Dutta (আলাপ) ২০:৩৬, ২২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন