আলাপ:কলি (অসুর)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

নিবন্ধের নাম[সম্পাদনা]

@Gc Ray: কলি আর কালী এক নয়। প্রথমত অনেকে দেবী কালী ভেবে ভুল করতে পারে। দ্বিতীয়ত কালী মূলত কলি শব্দটির হিন্দি উচ্চারণ। কেন নাম পরিবর্তন করলেন বুঝা গেলো না। @আফতাবুজ্জামান: নাম আগের স্থানে ফিরিয়ে আনা উচিত। মেহেদী আবেদীন ০৮:৪৮, ১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে সঠিক নাম কালী। Gc Ray (আলাপ) ০৯:৩৯, ১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, সংস্কৃত শব্দের সাথে নাম মিলিয়ে পরিবর্তন করে দিয়েছি। দয়াকরে দেখবেন। Gc Ray (আলাপ) ১০:৩৮, ১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Gc Ray: কল্কি পুরাণের বাংলা সংস্করণে কলি লেখা। সুতরাং আমাদের বাংলা উচ্চারণ মেনে চলা উচিত। তবে এই নামটিও মন্দ নয়। কিন্তু সংস্কৃত বানানের চেয়ে বাংলা নামের প্রতি জোর দেওয়া উচিত যেহেতু এটি বাংলা উইকিপিডিয়া। মেহেদী আবেদীন ১০:৫৯, ২ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

কলী বানান সঠিক নয়। কলি বানানটি সঠিক। কল্কিপুরাণ ১।১৮ দ্রষ্টব্য। কালী আর কলি এক নয়। -- রবিন সাহা ০৫:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

কলি (অসুর)[সম্পাদনা]

এই নিবন্ধের নাম "কালী (অসুর)" হওয়া উচিত এবং এটাই সঠিক। Gc Ray (আলাপ) ১৪:০৭, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনা দ্রষ্টব্য। পুরাণে কলি নামে এক অসুর রয়েছে। আপনার যদি মনে হয়, কালী সঠিক, তবে তার কারণ বলুন। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৫:২৯, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]