আলাপ:কলকাতা দাঙ্গা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রত্যক্ষ সংগ্রাম দিবস[সম্পাদনা]

এই নিবন্ধটির নাম "প্রত্যক্ষ সংগ্রাম দিবস" কেন হওয়া উচিত নয়? ইংরেজি উইকিপিডিয়াতে দখলাম নাম রয়েছে, "Direct Action Day"। "Calcutta Riots" বলে তো লেখা নেই? _তৃণাঞ্জন (আলাপ) ১০:৫৯, ১৮ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রত্যক্ষ সংগ্রাম দিবস[সম্পাদনা]

নিবন্ধের শিরোনাম নিয়ে ২০১২ সালেই একজন প্রশ্ন তুলেছিলেন। কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি। ...আজ ২০২০ সালের ২৫ জানুয়ারি ... আমি আবারো সেই প্রশ্নই তুলছি। নিবন্ধের নাম ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস কেন হবে না? ...... অবশ্য প্রত্যক্ষ সংগ্রাম দিবস নামে পাতাটি পুননির্দেশিত রয়েছে। সম্ভবত নিবন্ধটি প্রত্যক্ষ সংগ্রাম দিবস শিরোনামেই লেখা হয়েছিল, পরে তা পরিবর্তন করা হয়েছে। কিন্তু পরিবর্তনের বিষয়ে কোন তথ্য আলাপ পাতায় নেই বা আলাপ পাতায় আলোচনা করা হয়নি। ...... ইংরেজি উইকিপিডিয়ার শিরোনামে ডাইরেক্ট অ্যাকশন ডে (Direct Action Day) ব্যবহার করা হয়েছে এবং নিবন্ধের ভূমিকা অংশে ১৯৪৬ কলকাতা হত্যাকাণ্ড (1946 Calcutta Killings) নামটিও উল্লেখ করা হয়েছে। কিন্তু কলকাতা দাঙ্গা-এর উল্লেখ নেই। ............ আমি নিবন্ধকে পূর্বের শিরোনামে ফিরিয়ে নিতে আবেদন রাখছি। খাঁ শুভেন্দু (আলাপ) ২০:১০, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@খাঁ শুভেন্দু: নিবন্ধের শিরোনাম প্রত্যক্ষ সংগ্রামে দিবস বা ১৯৪৬-এর কলকাতা হত্যাকাণ্ড করা যেতে পারে। নিবন্ধটি প্রত্যক্ষ সংগ্রামে দিবস নামেই বাংলা উইকিপিডিয়াতে লেখা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে নিবন্ধের নাম পাল্টানো হয়। আমার মতে প্রত্যক্ষ সংগ্রামে দিবস বা ১৯৪৬-এর কলকাতা হত্যাকাণ্ড-এর যেকোনো একটি রাখা যেতে পারে। তবে কলকাতা দাঙ্গা এই নামটিও কিছু কিছু বইয়ে পাওয়া যায়। -- বাক্যবাগীশ ...আলাপ ০৫:৩২, ৮ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]