আলাপ:ওলাইচণ্ডী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Jonoikobangali: দা, ওলাবিবি বা ওলাদেবী নামে কি বেশি পরিচিত? কারণ আমি বইয়ে ওলাবিবি পড়েছিলাম। তাই জিজ্ঞাস করছি। যদি হয়, তাহলে স্থানান্তর করতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৯, ২৯ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলার গ্রাম্য সমাজে অনেক লৌকিক দেবদেবী ও পীরগাজী হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়েরই সম্মান লাভ করেন। দুই ধর্মাবলম্বীদের এহেন পারস্পরিক আদানপ্রদানের ফলেই একই দেবতা দুই সম্প্রদায়ের কাছে সামান্য ভিন্নতর নামে পরিচিত হন। ওলাইচণ্ডী/ওলাবিবি এরই একটি দৃষ্টান্ত। যদি বইয়ের কথা জিজ্ঞাসা করেন, তাহলে আমি বাংলার লৌকিক দেবদেবী-সংক্রান্ত যতগুলি বই পড়েছি, সবগুলিতেই ওলাইচণ্ডী ও ওলাবিবিকে একই শিরোনামভুক্ত করা হয়েছে - "ওলাইচণ্ডী বা ওলাবিবি" বা "ওলাইচণ্ডী/ওলাবিবি"। প্রচলনের বিষয়টি অঞ্চলভিত্তিক। হিন্দুপ্রধান অঞ্চলে ওলাইচণ্ডী ও মুসলমান-প্রধান অঞ্চলে ওলাবিবি নামটি অধিক প্রচলিত। আমি কলকাতার দক্ষিণ শহরতলির বাসিন্দা। এখানকার স্থানীয় মানুষ ও নিকটবর্তী গ্রামীণ এলাকার মানুষের মুখে ওলাইচণ্ডী নামটিই শুনেছি (এই এলাকাগুলি সবই হিন্দুপ্রধান)। আবার সুন্দরবনে দুই নামই প্রচলিত দেখেছি (যেখানে হিন্দু ও মুসলমান জনসংখ্যার মধ্যে মোটামুটি সামঞ্জস্য দেখা যায়)। আমার মতে, ওলাইচণ্ডী নামটিই ঠিক হবে। কারণ, উৎসগত দিক থেকে ওলাইচণ্ডী হিন্দু দেবী চণ্ডীরই রূপান্তর। "ওলাবিবি" নামটি পুনর্নির্দেশ করলেই চলবে।--অর্ণব দত্ত (আলাপ) ১৭:৫৬, ৩০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
সব নামই যেহেতু প্রচলিত তাই নিবন্ধ প্রণেতা হিসেবে আপনি যে নামে রাখবেন সেটাই থাক। ধন্যবাদ উত্তরের জন্য। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৩, ৩০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]