আলাপ:এমিলি থর্নবেরি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

@S. M. Nazmus Shakib: আপনি নিবন্ধটি ইংরেজি প্রায় সম্পূর্ণ অনুবাদকরেছেন। তবে প্রাথমিক জীবন (Early Life) আর কিছু লাইন খুঁজে পাই নি। দয়া করে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করুন। আপনার কাজ শেষে আমাকে জানান। ধন্যবাদ। —রুহান (আলাপ) ১৯:৫০, ৫ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

জনাব রুহান, আমি নিবন্ধটি অনুবাদ করেছি অনেকদিন ধরে। আমি ঐ অংশটুকু অনুবাদ করার পর ইংরেজি উইকিপিডিয়ায় একজন ব্যবহারকারী ঐ অংশে কিছু তথ্য যোগ করেন। সে হিসেবে বাদ পড়ে গিয়েছে। যাই হোক, যোগ করে দিব।--S. M. Nazmus Shakib (আলাপ) ০৪:১২, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Wiki Ruhan: ভাইয়া, যেহেতু S. M. Nazmus Shakib ভাই নিবন্ধ জমা দেবার পর ঐ লেখাগুলি ইংরেজি উইকিতে যুক্ত হয়েছে, তাই এখানে নাজমুস সাকিব ভাই ঐ লাইনগুলি বাদ দিয়েছেন বলে ত্রুটি ধরা মুশকিল। ঐ লাইনগুলি বাদে নিবন্ধটি পর্যালোচনা করে দেয়া উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২১, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমি করে দিয়েছি। তবে early life যে তার জমা দানের পরে করা হয়েছে। এমন কোন নিদর্শন আমি পাই নি। —রুহান (আলাপ) ২১:৩১, ৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

জনাব রুহান, আপনি ইংরেজি উইকিতে গিয়ে দেখতে পারেন ২১ জুলাই বাংলাদেশ সময় ১৯:১৬ তে আমার আর্লি লাইফ অনুবাদের পর ২১ জুলাই বাংলাদেশ সময় ২৩:৫৩ এ একজন ব্যবহারকারী আর্লি লাইফ অংশে ১,২৭৩ বাইট তথ্য যোগ করেন। কিন্তু ততক্ষণে আমি সংসদীয় জীবন অনুবাদে রত। তাও, বিষয়টা চোখে পড়ার পর আমি উক্ত অংশে কিছু তথ্য যোগ করি কিন্তু কয়েক লাইন বাদ পড়ে যায়। আমি তো ভাই, ম্যানুয়ালি কয়েক দিন ধরে অনুবাদ করি, একবারে যান্ত্রিক অনুবাদ করি না, যে একবারে ঐদিনের সংস্করণ সব এসে যাবে। আর, আমি একটা প্যারা/কয়েক প্যারা অনুবাদের পর দেখি যে, কিছু বাদ গেল কি না। সো, বাদ যেতেই পারে।--S. M. Nazmus Shakib (আলাপ) ০৪:১২, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]