আলাপ:ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প রাজশাহী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজশাহীর অংশ, যা উইকিপিডিয়ায় রাজশাহী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

শিরোনাম[সম্পাদনা]

@Nahid.rajbd: নিবন্ধে ইনষ্টিটিউট বানানটি মনে হয় ইনস্টিটিউট ই সঠিক ছিল। --কায়সার আহমাদ (আলাপ) ০৪:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আমার সম্পাদনায় মন্তব্য করার জন্য। আমি শুধু হেলথ্ বানান এর জন্য শিরোনাম পরিবর্তন করেছিলাম। আর এর জন্য রাজশাহী সিটি পোর্টাল থেকে নাম টা সম্পূর্ন কপি করে নিয়েছিলাম যাতে ভুল না হয়। কিন্তু আমার ও কেন জানি মনে হচ্ছে বানান টা ইনস্টিটিউট সঠিক আছে। এবং তাদের একটা ছবিতেও এরকম বানান ই আছে। আপনি পাতাটিকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী তে স্থানান্তর করতে পারেন। --Nahid Hossain (আলাপ) ০৪:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]