আলাপ:ইডেন কলেজ কেলেঙ্কারি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

@MdaNoman সুধি! নিবন্ধটা এইনামে ইডেন কলেজ কেলেঙ্কারি, ২০২২ হওয়ার কথা ছিলো। মানে কমার পরে একটা স্পেস হবে। তবে নিবন্ধটার আগে সাল বসবে, বাংলা উইকিতে এটাই নিয়ম, ঘটনার আগে সাল বসে তারপরে নিবন্ধের শিরোনাম। সেই অনুসারে ২০২২ ইডেন কলেজ কেলেঙ্কারি নামে স্থানান্তর করুন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৪২, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@DeloarAkram হ্যাঁ, স্পেস তৈরি করে দিচ্ছি। তবে এখন সাল পূর্বে বসানোর নিয়ম প্রযোজ্য নয়। উইকিপিডিয়া:আলোচনাসভা#নিবন্ধের সালযুক্ত শিরোনামের রীতি দেখুন। ~ নোমান (আলাপঅবদান) ০৭:৪৭, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman বিশাল আলোচনা। তবে সেখানে নিয়মিত ঘটনার উপরেই আলোচনা হয়েছে, এখনো সিদ্ধান্ত টানা হয়নি। নিয়মিত ঘটনার ক্ষেত্রে সাল শেষের দেওয়ার লোক অনেক আছে দেখলাম।
কিন্তু এইটা অনিয়মিত ঘটনা, এখানে সাল আগে থাকা উচিত। এখনো বাংলা উইকি ও ইংরেজি উইকিতে অনিয়মিত ঘটনার ক্ষেত্রে সাল আগে লেখা হয়।
আমি বলবো নিয়মিত আর অনিয়মিত ঘটনার জন্য আলাদা আলোচনা প্রয়োজন। @আফতাবুজ্জামান ভাইয়ের পরামর্শ চাচ্ছি। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:০২, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram ব্যাপারটা নিয়ে আলোচনা প্রয়োজন। ~ নোমান (আলাপঅবদান) ০৯:০৭, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এই নিবন্ধের সাল না দিলেও মনে হয় চলবে। যেহেতু এই জিনিস প্রতি বছর ঘটে না, এই নামে অন্য নিবন্ধও নেই। সাল দিলে এমন হওয়া উচিত: ২০২২-এ ইডেন কলেজ কেলেঙ্কারি। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৬, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান হ্যাঁ, আমারও তাই মনে হয়, সাল না দিলেও চলে, আমি স্থানান্তর করছি। ~ নোমান (আলাপঅবদান) ১৪:০৯, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]