আলাপ:আল-বিরুনি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আরাবীয়ান নাইটস কে যদি আরব্য রজনী বলা হয়। তাহলে আরাবীয়ান সাইন্টিস্ট কে কেন আরব্য বিজ্ঞানী বলা যাবে না? মতামত দিন।--বেলায়েত ১৫:০৩, ১৮ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমার দেখা মতে আরবের অধিবাসী বলতে "আরব" শব্দটিই ব্যবহৃত হয়। Arab = আরব, Arabian may be = আরব্য। অন্য সব ক্ষেত্রেই আরবের অধিবাসীদেরকে এবং আরব সংক্রান্ত বিষয়ের বিশেষণ হিসাবে আরব শব্দটি ব্যবহৃত হয়। --রাগিব (আলাপ | অবদান) ১৭:০৫, ১৮ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
আরব-ই এখানে সঠিক ও বহুল-প্রচলিত modifier. --- অর্ণব (আলাপ | অবদান) ২২:৩৯, ১৮ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

নাম পরিবর্তন সম্পর্কে[সম্পাদনা]

সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি, নামের বানানটি এবং নামটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, যদি আমরা আরবি-উইকিপিডিয়ার দিকে লক্ষ করি তাহলে নামটা হয় "আবু রায়হান আল বিরুনী" (এখানে দেখুন) এবং বেশিরভাগ বইয়ে আমি এই বানানটাই লক্ষ করেছি (যেমন: এটা, এইটা.... ইত্যাদি; এছাড়াও বেরুনি-ও রয়েছে কিন্তু সংখ্যায় কম এবং বেশিরভাগটাই নির্ভরযোগ্য উৎসের মধ্যে পড়ছে না), তাই আমার মনে হয় আরবিটা খেয়ালে রেখে আমাদের "আল-বিরুনী" করা উচিত, এছাড়াও আপনাদের মতামতের অপেক্ষায়। আরেকটি জিনিস হচ্ছে আবু রায়হানটা না লিখে শুধু "আল-বেরুনী" বা "মুহাম্মাদ আল-বেরুনী" লেখাটা কেমন হয়? যদিও আবু রায়হান ওনার কুনিয়া ছিল যা সাধারণত ওনার পরিচিতির জন্য ব্যবহার করা যায় না, কারণ তিনি বহুবিদ্যাবিশারদ এবং তুলনামূলক ধর্মতত্ত্বের জনক হিসেবে সুপরিচিত, যদিও জানি আরবি উইকিপিডিয়ায় এটিই লেখা রয়েছে, কিন্তু তাও; এক্ষেত্রে আমরা ইংরেজি উইকিপিডিয়াকে অনুসরণ করতে পারি। আবু রায়হান তার পূর্ণনামে অন্তর্ভুক্ত থাকায় শুধু আল-বেরুনী বা মুহাম্মাদ আল-বেরুনী করা যেতে পারে। আমি আমার পক্ষ থেকে যতটা বুঝেছি তা আপনাদের সামনে রাখলাম, আপনাদের মতামতের অপেক্ষায়। -- ওহিদ (আলাপ) ১৮:৩৯, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

সুপ্রিয় @Muhammad Daud Hossain:, অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আবু রায়হান আল-বেরুনি নিবন্ধটির মানোন্নয়ন করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিবন্ধটির অনুবাদের মান ভালো হলেও, নিবন্ধের বেশকিছু স্থানে কিঞ্চিত যান্ত্রিকতার ছোঁয়া রয়েছে। তাই পুরো নিবন্ধটি আরেকবার পড়ে বাক্যগুলো সংশোধন করার অনুরোধ করছি। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১৭:৩৮, ১০ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় @MS Sakib; আমি সম্পূর্ণ নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করেছি এবং প্রয়োজনীয় পরিমার্জন বা সংশোধন করেছি। যদিও এরপর কোনো ধরণের পরিমার্জন বা সংশোধন করা লাগে তবে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। যদি কোনো বাক্য আপনার দৃষ্টিগোচর হয়, প্রয়োজনে যদি অল্প কিছু পরিমার্জন বা সংশোধন করা লাগে তবে তা আপনি ঠিক করে দিলে কৃতজ্ঞ থাকব। Muhammad Daud Hossain (আলাপ) ০২:২০, ১৫ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Muhammad Daud Hossain: গৃহীত হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ১৫:৩২, ১৫ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]