আলাপ:আলুর চিপস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিপস না চিপ্‌স[সম্পাদনা]

আমার তো মনে হয় চিপ্‌স হওয়া উচিত। আর সবাই কী বলেন? -তৃণাঞ্জন (আলাপ) ১০:৪৫, ১৪ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পূর্ণ অনুবাদ[সম্পাদনা]

@T. Galib: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। নিবন্ধটির অনেক অংশ অসম্পূর্ণ রয়ে গেছে যেমন, বহিঃসংযোগ অংশ যোগ করেননি মাঝখানে অনেকগুলো চিত্র বাদ পড়ে গিয়েছে। কিছু শব্দ ইংরেজি রয়ে গেছে (Flavored এর বাংলা হিসাবে স্বাদ ব্যবহার করা হয়), অনেক অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ, অতিরিক্ত ব্র্যাকেটের ব্যবহার এবং কিছু যান্ত্রিকতা বিদ্যমান। সমস্যাগুলো সমাধান করে আমাকে জানান —শাকিল হোসেন আলাপ ১৩:৪০, ২০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: সমস্যাগুলো সমাধান করা হলো। পুনরায় পর্যালোচনা করার জন্য আবেদন করছি। ধন্যবাদ।--T. Galib (আলাপ) ০৮:০১, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@T. Galib: আরেকটু সংশোধন করতে হবে। (যেমন, সর্বোপ্রথম→সর্বপ্রথম, দ্যা→দ্য , নমণীয়→নমনীয়, স্বাস্থ→স্বাস্থ্য)। নিবন্ধের শুরুতে দেখুন কিছু বাক্য আমি সংশোধন করেছি এভাবে বাকী অংশের বাক্যের গঠন একটু সংশোধন করুন, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ০৯:৩৬, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: ধন্যবাদ। আমার এই বানানগুলো নিয়ে সংশয় ছিল। আমি আবারো সংশোধন করে আপনাকে জানাবো। আবারো ধন্যবাদ।--T. Galib (আলাপ) ০৯:৪৮, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: আরেকটু সংশোধন করা হলো। এখন একবার পুনরায় বিবেচনা করার জন্য আবেদন করছি।--T. Galib (আলাপ) ১১:০৬, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@T. Galib: ইতিহাস পরিচ্ছদের উৎপত্তি অংশে এই লাইন ১৮২২ সালের “শেভিং করে অথবা টুকরা আলু ভাজা” বলে খাদ্য প্রণালী এর ক্ষেত্রে আলুর খোসা ছাড়িয়ে শেভিং -এ গোল গোল করে কাটতে হতো। সহ আরও কিছু বাক্য রয়েছে যেগুলো আরেকটু বোধগম্য এবং সাবলীল করে(নিজের ভাষায়) লিখতে হবে। বইয়ের নামের প্রতিবর্ণী যুক্ত করবেন অনুবাদ করতে হবে না উপরে উল্লেখিত বাক্যে সম্ভবত একটি বইয়ের নাম রয়েছে —শাকিল হোসেন আলাপ ১১:২৫, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: তাহলে কি উক্ত বাক্যের মতো বইয়ের উদ্ধৃগুলোর ইংরেজি উচ্চরণই বাংলায় লিখব?--T. Galib (আলাপ) ১২:৫৭, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@T. Galib: শুধুমাত্র বইয়ের নামের অংশ। যেমন একটি বইয়ের নাম ইংরেজিতে "abc" হলে বাংলায় "এবিসি" লিখবেন। নিবন্ধে থাকা বইয়ের উদ্ধৃতিগুলো অব্যশই বাংলা ভাষায় লিখতে হবে —শাকিল হোসেন আলাপ ১৩:১৩, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: আবারো সংশোধন করা হলো। তাই, পুনরায় পর্যালোচনা করার জন্য আবেদন করছি। ধন্যবাদ।--T. Galib (আলাপ) ১১:৪৮, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]