আলাপ:অভির রাজ‍্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Integrity2020 কর্তৃক ৩ মাস আগে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা" অনুচ্ছেদে

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা[সম্পাদনা]

@Integrity2020: নিবন্ধটি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার নিবন্ধ তালিকায় ছিলো না তাই নিবন্ধটি গৃহীত হয়নি। পরবর্তীতে প্রতিযোগিতার জন্য অনুবাদ করার সময় তালিকার বিষয়টি মাথায় রাখবেন —শাকিল (আলাপ · অবদান) ১৫:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে এর জন্য একটি আলাপ বার্তা অনাবশ্যক ছিল। আমি জানিই এটি তালিকায় ছিল না। আমি যেহেতু অনুবাদ করেছি তাই জমা দিয়েছি, হলে হলো না হলে না হলো। বরং ফাউন্টেনে ইনলাইন কমেন্ট দিলেই হত। আর এটা জমা দেবার কারণ ফেব্রুয়ারি মাসে ইংরেজি থেকে বাংলা করা। ইতোপূর্বে শারদীয় এডিটাথনে আমি প্রায় ৬০টির মত জমা দিয়েছিলাম, তার অধিকাংশই তালিকায় ছিল না। তবুও গৃহীত হয়েছিল, এবং এখনো গৃহীত হচ্ছে। অর্থাৎ জুরিগণ ধৈর্য ধরে এখনো পর্যালোচনা করেই চলেছেন। মানে সবার চেয়ে বেশি জমা দিয়েছি তাই প্রথম হবোই তাই তারা থেমে যাননি। আর তালিকায় ছিল না বলেও বাদ দিচ্ছেন না। Integrity2020 (আলাপ) ১৬:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Integrity2020 ফাউন্টেনে বিস্তারিত লেখা বা আলোচনা করার সুযোগ নেই। বাংলা উইকিপিডিয়ার অন্যান এডিটাথন বা প্রতিযোগিতা থেকে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার ধরণ অনেকটা আলাদা। নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতায় তালিকার বাইরের নিবন্ধ গ্ৰহণ করা হয় না। যদিও প্রতিযোগীতায আলাপ পাতায় নিবন্ধ যোগ করার জন্য প্রস্তাব দেওয়ার সুযোগ রয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৭:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
কিন্তু বিস্তারিত বার্তা আমার কাছে পৌঁচানোটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না। উদাহরণস্বরূপ, শারদীয় এডিটাথনেও আমার ৩-৪টা নিবন্ধ গৃহীত হয়নি। তারা কেবলই ছোট করে এক-দুই শব্দে ওখানে মন্তব্য করেছে। আমি প্রতি মাসেই অসংখ্য নিবন্ধ করছি। তাই আমার আলাপ পাতায় এই বিষয়ে কিছু লেখাটা একেবারেই গুরুত্বপূর্ণ ছিল না। এমন হতো যে আমি নবিস বা নিয়মনীতি কিছুই জানিনা তাহলে ব্যাপার ছিল।
আর যেটা বললেন, নিবন্ধ তালিকায় যোগ করার জন্য আলাপ পাতায় আলোচনার কথা। আমি ওই নিয়ম ভেঙেও দুটো নাম ওই তালিকায় যোগ করে দিয়েছি। কারণ, আমি জানি যে নিবন্ধ যোগ করেছি, ওগুলো তালিকায় যোগ হবার যোগ্যই। :)
যাহোক, আমি আসলে আপনার উপর বিরক্ত নই। কেবলই বোঝাতে চাইলাম যে এই বিষয়ে বিস্তারিত আলাপ করাটা প্রয়োজন ছিল না। আর বাংলার মাস, ইংরেজি থেকে নিবন্ধ ভাষান্তর করলে তা গৃহীত হতে তেমন সমস্যা আমি দেখি না। তবে, সে বিষয় নিয়ে জোরাজুরি করতেও আগ্রহী নই। আমি এডিটাথন ছাড়াই এমনিতেই স্বউদ্যোগে কাজ করে যাই।
ভালো থাকবেন। Integrity2020 (আলাপ) ০৫:১৭, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন