আলাপ:অনিরুদ্ধ জগন্নাথ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পর্যালোচনা[সম্পাদনা]

@BadhonCR:, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় নিবন্ধটি জমা দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি৷ নিবন্ধটি ত্রুটিযুক্ত হওয়ায় আমি কিছু হালকা সংশোধন করেছি। তবে নিবন্ধটি গ্রহণ করতে পারছিনা কেননা নিবন্ধের মানোন্নয়ন ও অনুবাদ অসম্পূর্ণ রয়ে গেছে। যেমন আপনি তথ্যছকের সাথে থাকা অনুচ্ছেদগুলোর মধ্যে তিনটি প্যারা অনুবাদ করেননি। অন্যদিকে নিবন্ধের সমালোচনা অনুচ্ছেদ আপনি সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন এবং সম্মান অনুচ্ছেদ সম্পূর্ণ অনুবাদ করেননি। যে অংশগুলো অনুবাদ করেননি এবং অসম্পূর্ণ রেখেছেন সেগুলো সম্পূর্ণ অনুবাদ করে নিবন্ধটি সংশোধন করুন। তারপর আমাকে জানালে আমি দেখে নিবন্ধটি গ্রহণ করবো। মেহেদী আবেদীন ১৫:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin এখন দেখতে পারেন। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৭:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@BadhonCR সুধী, নিবন্ধটি নিয়ে আপনি অসাধারণ কাজ করে থাকলেও এটা প্রতিযোগিতার জন্য গ্রহণ করতে পারছিনা। কেননা নিবন্ধটি প্রতিযোগিতার নিয়ম মেনে তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। আপনি প্রতিযোগিতার আলাপ পাতায় এটা অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছিলেন কিন্তু সেটা অন্তর্ভুক্ত হয়নি। তালিকায় এটা যোগ করা হয়নি ও সাথে আপনার স্বাক্ষর লক্ষ্য করা যায়নি। ব্যাপারটা আমি আগে খেয়াল করিনি কিন্তু গ্রহণ করার সময় নজরে এলো তাই পর্যালোচকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত অনুযায়ী এই নিবন্ধটি প্রত্যাখ্যান করা হলো। তবে হতাশ হবেন না। আমি আপনাকে তালিকা থেকে একটি নিবন্ধ নিয়ে কাজ করার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। মেহেদী আবেদীন ১৮:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin এই নিবন্ধটি তালিকায় যুক্ত করার অনুরোধ জানাচ্ছি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@BadhonCR এখন তা সম্ভব নয়। মেহেদী আবেদীন ২০:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]