বিষয়বস্তুতে চলুন

আলফ্রেড বিন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল্ফি বিন্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আলফ্রেড ফিলিপ বিন্স
জন্ম(১৯২৯-০৭-২৪)২৪ জুলাই ১৯২৯
কিংস্টন, জ্যামাইকা
মৃত্যু২৯ ডিসেম্বর ২০১৭(2017-12-29) (বয়স ৮৮)
ওয়েস্টন, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৭৪)
২১ জানুয়ারি ১৯৫৩ বনাম ভারত
শেষ টেস্ট৯ মার্চ ১৯৫৬ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৫
রানের সংখ্যা ৬৪ ১,৪৪৬
ব্যাটিং গড় ৯.১৪ ৩৭.০৭
১০০/৫০ ০/০ ৪/৪
সর্বোচ্চ রান ২৭ ১৫৭
বল করেছে - -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং -/- -/-
ক্যাচ/স্ট্যাম্পিং ১৪/৩ ৪৮/১৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

আলফ্রেড ফিলিপ আলফি বিন্স (ইংরেজি: Alfred Binns; জন্ম: ২৪ জুলাই, ১৯২৯ - মৃত্যু: ২৯ ডিসেম্বর, ২০১৭) জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী প্রথিতযশা ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৯৫৩ থেকে ১৯৫৬ সময়কালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন আল্ফি বিন্স নামে পরিচিত আলফ্রেড বিন্স

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জ্যামাইকার সেন্ট জর্জেস কলেজে অধ্যয়ন করেছেন আলফ্রেড বিন্স।[] ১৯৫০ থেকে ১৯৫৭ সময়কালে জ্যামাইকার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫২-৫৩ মৌসুমে ব্রিটিশ গায়ানার বিপক্ষে নিজস্ব সর্বোচ্চ ১৫৭ রানের ইনিংস খেলেন।[] এছাড়াও, ১৯৫৪-৫৫ মৌসুমে সফরকারী অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ১৫১ রান তুলেছিলেন। জ্যামাইকার সংগ্রহ ৮১/৫ হবার পর কোলি স্মিথের সাথে ষষ্ঠ উইকেট জুটিতে ২৩০ মিনিটে ২৭৭ রান সংগ্রহ করেছিলেন।[]

টেস্ট ক্রিকেট

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে ৫ টেস্টে অংশগ্রহণের সুযোগ হয় তার। সবগুলো টেস্টেই উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন।[][] ২১ জানুয়ারি, ১৯৫৩ তারিখে টেস্ট অভিষেক ঘটে আলফ্রেড বিন্সের।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

খেলোয়াড়ী জীবন থেকে সরে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন। বোস্টনের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ম্যাসাচুসেটসে শিক্ষকতা পেশায় মনোনিবেশ ঘটান। ১৯৫৯ সালে বোস্টনে হেনরিটা এলিজাবেথ হ্যারিসন নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির দুই কন্যা রয়েছে। ১৯৮৫ সালে তারা ফ্লোরিডায় চলে যান।[][]

২৯ ডিসেম্বর, ২০১৭ তারিখে ৮৮ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্টনে আলফ্রেড বিন্সের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Daily Gleaner, 16 January 1950, p. 10. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে Retrieved 28 August 2014.
  2. British Guiana v Jamaica 1952-53
  3. Wisden 1956, pp. 865-66.
  4. ইএসপিএনক্রিকইনফোতে আলফ্রেড বিন্স (ইংরেজি) Accessed on 2008-06-24
  5. Townshend, Errol। "Unlucky Alfred Binns, 88, dies in Florida"Caribbean Cricket। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. Bell, Carl (৯ জানুয়ারি ২০১৮)। "Former Ja and Windies cricketer 'Allie' Binns ends his innings"Jamaica Observer। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. "Alfred Binns of Weston, Florida, 1929-2017, Obituary"TM Ralph Funeral Homes। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]