আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:০৩, ৩০ নভেম্বর ২০১৮ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র
জন্মNovember 19, 1915
মৃত্যুMarch 9, 1974
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস
Washburn University
পরিচিতির কারণepinephrine, cyclic AMP
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৭১
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহকেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনCarl Cori, Gerty Cori

আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র একজন মার্কিন ফার্মাকোলজিস্ট এবং প্রাণরসায়নবিদ। তিনি ১৯৭১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

সাদারল্যান্ড ১৯১৫ সালের ১৯ নভেম্বর কানসাসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস এ প্রাণরসায়নের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ