বিষয়বস্তুতে চলুন

পেরুভীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেরুভীয় ফুটবল ফেডারেশন
কনমেবল
প্রতিষ্ঠিত১৯২২; ১০৩ বছর আগে (1922)[]
সদর দপ্তরলিমা, পেরু
ফিফা অধিভুক্তি১৯২৪[]
কনমেবল অধিভুক্তি১৯২৫
সভাপতিপেরু আগুস্তিন লোজানো
ওয়েবসাইটfpf.org.pe

পেরুভীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Peruana de Futbol, ইংরেজি: Peruvian Football Federation; এছাড়াও সংক্ষেপে পিএফএফ নামে পরিচিত) হচ্ছে পেরুর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯২৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পেরুর রাজধানী লিমায় অবস্থিত।

এই সংস্থাটি পেরুর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে পেরুভীয় প্রথম বিভাগ, পেরুভীয় দ্বিতীয় বিভাগ, কোপা বিসেন্তেনারিও এবং সুপারকোপা পেরুয়ানার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[][] বর্তমানে পেরুভীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আগুস্তিন লোজানো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অস্কার চিরি।

কর্মকর্তা

[সম্পাদনা]
১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি আগুস্তিন লোজানো
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক অস্কার চিরি
কোষাধ্যক্ষ রাউল রোয়াস
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক রোমিনা আন্তোনিয়াজ্জি
প্রযুক্তিগত পরিচালক জঁ রবিয়ার
ফুটসাল সমন্বয়কারী হুলিও পাস্তোর
জাতীয় দলের কোচ (পুরুষ) রিকার্দো গারেকা
জাতীয় দলের কোচ (নারী) দোরিভাল বুয়েনো
রেফারি সমন্বয়কারী উইলিয়ান গালভেস ফের্নান্দেস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০ 
  2. Darby, Paul; Johnes, Martin; Mellor, Gavin (১ জানুয়ারি ২০০৫)। "Soccer and Disaster"। Psychology Press। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭ – Google Books-এর মাধ্যমে। 
  3. Higgins, James (৪ মার্চ ২০১৭)। "Lima: A Cultural History"। Oxford University Press। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭ – Google Books-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]