আরাজি মানুষমারা
মানুষ মারা | |
---|---|
গ্রাম | |
বাংলাদেশের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৫৫′৪৬″ উত্তর ৮৮°৫৫′৪৬″ পূর্ব / ২৫.৯২৯৩৯৪° উত্তর ৮৮.৯২৯৩৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর |
জেলা | নীলফামারী |
উপজেলা | সদর |
ইউনিয়ন | ৮ নং পঞ্চপুকুর |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০) |
আরাজি মানুষমারা[১] বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গ্রাম। এটি রংপুর বিভাগের নীলফামারী জেলার সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে অবস্থিত।[২]
নামকরণ
[সম্পাদনা]মানুষ মারা গ্রামের নামকরণের সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। তবে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, অতীতে কোনো এক সময় এই গ্রামে কলেরার প্রকোপ দেখা দিলে অনেক মানুষ মারা যায়। সে সময় মানুষের ধারণা ছিল, এই গ্রামে কেউ এলেই সে মারা যাবে। গ্রামটিকে কলেরার অদৃশ্য শক্তির নিবাস ধরে নিয়ে গ্রামটির নামকরণ করা হয় ‘মানুষ মারা’।[৩]
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]মানুষ মারা গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৯৩৫ সালে গ্রামের নামে বিদ্যালয়ের নাম "মানুষ মারা প্রাথমিক বিদ্যালয়" রাখা হয়। ১৯৭২ সালে এই নামেই বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়।[৪] অশোভন নামের কারণে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়ের নাম পরিবর্তন করে "মানুষ গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়" রাখে।[৫] তবে গ্রামের নাম পরিবর্তন করা হয়নি।[৩]
মানুষ মারা গ্রামে মুসলমান জনগোষ্ঠীর জন্য একটি মসজিদ[২] ও একটি ইদগাহ[৬] রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শিক্ষা সময়: ৮৫ বছর পর মানুষমারা সেই বিদ্যালয়ের নাম পরিবর্তন"। সময় নিউজ। ৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০।
- ↑ ক খ "মসজিদ - ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ২৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ ক খ "গ্রামের নাম 'মানুষ মারা': পরিবর্তনের দাবি এলাকাবাসীর"। কালের কণ্ঠ। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ হাসান, মীর মাহমুদুল (৮ ফেব্রুয়ারি ২০২০)। "মানুষ মারা থেকে মানুষ গড়া"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ "'মানুষ মারা' স্কুলটি এখন 'মানুষ গড়া' স্কুল"। যুগান্তর। ৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ "ঈদগাহ - ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |