আমানুল্লাহ (কৌতুক অভিনেতা)
আমানুল্লাহ খান | |
---|---|
![]() | |
ডাকনাম | আমানুল্লাহ খান |
স্থানীয় নাম | امان اللہ خان |
জন্ম | ১৯৫০ লাহোর, পাঞ্জাব, পাকিস্তান |
মৃত্যু | (বয়স ৭৪) |
মাধ্যম | কৌতুক অভিনেতা, চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ অভিনেতা |
জাতীয়তা | পাকিস্তানি |
নিয়োগকারী |
|
ধরন |
|
বিষয়(সমূহ) |
আমানুল্লাহ খান (লাহোর, ১৯৫০ - ৬ মার্চ ২০২০) একজন পাকিস্তনি কৌতুক অভিনেতা। তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা একজন কৌতুক অভিনেতা হিসেবে গন্য করা হয়।
জীবনী
[সম্পাদনা]আমানুল্লাহ খান ১৯৫০ সালে লাহোরে জন্ম গ্রহণ করেন। দারিদ্র্যের মধ্যে তার বাল্যকাল অতিবাহিত হয়। তার পূর্বপুরুষ লাহোর শহরের বাজারে গান গেয়ে ও নেচে জীবিকা উপার্জন করতেন। দারিদ্র্যতার কারণে তিনি বেশিদিন স্কুলে পড়তে পারেন নি।
তিনি অল্পবয়স থেকেই মিমিক্রি করতে পারতেন ও লোকজনকে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মিমিক্রি করে লাহোরের লোকদের দেখাতেন। একদিন একজন ব্যক্তি তার এই প্রতিভার কথা জানতে পেরে তাকে লাহোরের থিয়েটারে কাজ করার সুযোগ করে দেন।
তিনি থিয়েটার এ অভিনেতা হিসেবে কর্ম জীবন শুরু করেন। তিনি মূলতা স্যাটায়ার ও হাস্যরস মূলক চরিত্র করতেন। এভাবে ধীরে ধীরে তিনি টিভি ও সিনেমায় নাম লেখান। এর পাশাপাশি থিয়েটার অব্যাহত রাখেন।
আমানুল্লাহ ২০২০ সালের ৬ই মার্চ লাহোরের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।
পুরস্কার
[সম্পাদনা]- শিল্পকলায় প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (২০১৮)[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "President Mamnoon confers civil awards on Yaum-i-Pakistan"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে আমানুল্লাহ (ইংরেজি)