আমনে সামনে (১৯৬৭-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমনে সামনে
পরিচালকসূর্য প্রকাশ
প্রযোজকসূর্য প্রকাশ
শ্রেষ্ঠাংশেশশী কাপুর
শর্মীলা ঠাকুর
প্রেম চোপড়া
সুরকারকল্যাণজী-আনন্দজী
সম্পাদকসূর্য প্রকাশ
মুক্তি
  • ১৯৬৭ (1967)
দেশভারত
ভাষাহিন্দি
আয় ১.৭ কোটি (US$ ২,০৭,৭৯৬.১)[১]

আমনে সামনে (হিন্দি: आमने सामने, অনুবাদ'সামনাসামনি') হচ্ছে ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। সূর্য প্রকাশের প্রযোজনা এবং পরিচালনায় চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় ছিলেন শশী কাপুর, শর্মীলা ঠাকুর এবং প্রেম চোপড়া, এছাড়াও ছিলেন রাজেন্দ্র নাথ এবং মদন পুরি। এই চলচ্চিত্রটিতে সুইমস্যুটের দৃশ্য রয়েছে যা ষাটের দশকের ভারতীয় চলচ্চিত্রে সচরাচর দেখা যেত না।[২] শশী কাপুর অভিনীত অন্যতম সেরা চলচ্চিত্র ধরা হয় এটি।[৩]

সারাংশ[সম্পাদনা]

দীপক (শশী কাপুর) তার ধনী স্ত্রী বিমলা হত্যার বিচারের বিচারে থাকলেও তিনি খালাস পেয়েছেন এবং মুক্তি পেয়েছেন। দীপক তার স্ত্রীর সমস্ত সম্পদ অধিকার করে বোম্বাই চলে যায় এবং ওরফে গোপালের অধীনে একটি নতুন জীবন শুরু করে। স্বপ্না (শর্মিলা ঠাকুর) তাঁর ধনী প্রতিবেশী যিনি গোপালকে বিরক্তিকর মনে করেন এবং বিশ্বাস করেন যে গোপাল তাকে লাঠিপেটা করছে। শীঘ্রই, স্বপ্না গোপালের আকর্ষণীয় হয়ে পড়ে, যদিও তার ভাই প্রাণ (মদন পুরী) স্বপ্নাকে প্রেমের (প্রেম চোপড়া) সাথে বিয়ে করতে চায়। স্বপ্না প্রেম এবং প্রাণকে বলে যে সে গোপালকে বেছে নিচ্ছে, যা তাদের ক্ষুব্ধ করে এবং তারা দুজনেই তাকে হত্যার হুমকি দেয়। স্বপ্না ও গোপাল বিয়ে করেন এবং মধুচন্দ্রিমা দেওয়ার সময়, স্বপ্নার জীবন নিয়ে চেষ্টা করা হয়। শীঘ্রই, স্বপ্না জানতে পারে যে গোপালের আসল নাম দীপক, যাকে আগে তার প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ করা হয়েছিল। গোপালের সদা পরিবর্তিত আচরণ সবাইকে সন্দেহের দিকে ফেলে দেয় এবং স্বপ্না আশঙ্কা করে যে সে তার পরবর্তী শিকার হবে। গোপাল কি নির্দোষ নাকি অপরাধী? কে মিথ্যা ও ছলনার জালে ঘুরছে এবং খুনির নিষ্ঠুর উদ্দেশ্যগুলি থেকে কে বাঁচবে?

অভিনয়ে[সম্পাদনা]

গানের তালিকা[সম্পাদনা]

# শিরোনাম কণ্ঠশিল্পী(গণ)
"মেরে বেচ্যান দিল কো চ্যান" মোহাম্মাদ রফি
"ন্যান মিলাকার চ্যান চুরানা" মোহাম্মাদ রফি
"আজকাল হামসে রুঠে হুয়ে হ্যায় সনম" মোহাম্মাদ রফি
"আঁখিয়া না চুরাও বলমা" মান্না দে, মিস শম্মী
"কাভি রাত দিন হাম দূর থে" মোহাম্মাদ রফি, লতা মঙ্গেশকর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://bestoftheyear.in/movie/aamne-saamne/
  2. Devesh Sharma (১ জুন ২০২০)। "Blast from the past: Who was the first heroine to don a swimsuit in a film?"filmfare.com 
  3. "Legendary actor Shashi Kapoor remembered on his birth anniversary"uniindia.com। ১৮ মার্চ ২০২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]