আমঝুপি ইউনিয়ন
'"`UNIQ--templatestyles-00000000-QINU`"'<span class="tmp-color" style="color:green">০৩ নং আমঝুপি ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
০৩ নং আমঝুপি ইউনিয়ন | |
বাংলাদেশে আমঝুপি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৯′০.৫″ উত্তর ৮৮°৩৭′৩৮.৩″ পূর্ব / ২৩.৮১৬৮০৬° উত্তর ৮৮.৬২৭৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মেহেরপুর জেলা |
উপজেলা | মেহেরপুর সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৬২ সাল |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ বোরহান উদ্দীন আহাম্মেদ |
আয়তন | |
• মোট | ৬৬.২৩ বর্গকিমি (২৫.৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৪,৫৮৬ |
• জনঘনত্ব | ৮২০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার২০১১ | |
• মোট | ৮৪.১৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭১০১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আমঝুপি ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার মেহেরপুর উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৬৬.২৩ কি.মি. এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৫৪,৫৮৬ জন।[২] আমঝুপি ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ১২টি ও মৌজার সংখ্যা ০৯টি।
অবস্থান
[সম্পাদনা]মেহেরপুর শহর হতে আনুমানিক ৬ কিলোমিটার পূর্বে আমঝুপি ইউনিয়ন পরিষদের কার্যালয়টি অবস্থিত। উক্ত অফিসে নিয়মিত অফিস কাযর্ক্রম পরিচালনা করা হয়। প্রায় ২৫.৫৭ বর্গমাইল জায়গা জুড়ে এই ইউনিয়ন পরিষদ অবস্থিত। আমঝুপি ইউনিয়নের উত্তরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ, দক্ষিণে আমদহ ইউনিয়ন পরিষদ, পশ্চিমে মেহেরপুর পৌরসভা এবং পূর্বে বারাদি ইউনিয়ন পরিষদ অবস্থিত।
মৌজাসমূহ
[সম্পাদনা]খোকসা, ময়ামারী, চাঁদবিল, কোলা, ইসলাম নগর, হিজলী, আমঝুপি, রঘুনাথপুর, বিলকোলা।
গ্রামসমূহ
[সম্পাদনা]- খোকসা
- ময়ামারী
- চাঁদবিল
- দফরপুর
- ইসলামনগর
- হিজুলী
- আমঝুপি
- রঘুনাথপুর
- কোলা
- বিলকোলা
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ
[সম্পাদনা]- আমঝুপি রাজনগর বারাদী কলেজ (২০০০)
মাধ্যমিক বিদ্যালয়
[সম্পাদনা]- আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৪)
- আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- চাঁদবিল, ময়ামারি, কোলা মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
[সম্পাদনা]- আমঝুপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৭০)
- দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯১৯)
- হিজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৬৮)
- ময়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩৫)
মাদ্রাসা
[সম্পাদনা]- আমঝুপি আলিম মাদ্রাসা
- আমঝুপি নূরানী মাদ্রাসা
- খোকসা হাফেজিয়া মাদ্রাসা
দর্শনীয় স্থান
[সম্পাদনা]আমঝুপি ইউনিয়ন পরিষদ হতে সড়ক যোগে মাত্র ০.৫ কি.মি. দুরত্ব। এর ইতিহাস অতিব প্রাচিন।
আমঝুপী অতিব প্রাচিন লোকদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় যে এই নীলকুঠি ঘিরে এই এলাকার মানুষদেরকে দিয়ে ব্রিটিশ সরকার নীল চাষ করিয়ে নেতো। এতে এই এলাকার মানুষ অতিব দুঃখ্যে জীনব যাপন করতো।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আমঝুপি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।