পিরোজপুর ইউনিয়ন, মেহেরপুর সদর
অবয়ব
বুড়িপোতা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বুড়িপোতা ইউনিয়ন | |
বাংলাদেশে পিরোজপুর ইউনিয়ন, মেহেরপুর সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৯′০.৫″ উত্তর ৮৮°৩৭′৩৮.৩″ পূর্ব / ২৩.৮১৬৮০৬° উত্তর ৮৮.৬২৭৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মেহেরপুর জেলা |
উপজেলা | মেহেরপুর সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৪৬.২৩ বর্গকিমি (৫৬.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪৮,১৭৫ |
• জনঘনত্ব | ৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | pirojpurup |
পিরোজপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার মেহেরপুর উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ১৪৬.২৩ কিমি২ (৫৬.৪৬ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ১৯৯১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪৮,১৭৫ জন।[২] পিরোজপুর ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ২৩টি ও মৌজার সংখ্যা ১৪টি। এখানে দুুুই জায়গাই ইউনিয়ান কাজ পরিচালনা করা হয়। একটি পিরোজপুর ৪দিন এবং অপরটি বারাদী বাজারের দিন।
গ্রামসমূহ
[সম্পাদনা]পিরোজপুর ইউনিয়নে মোট ২১ টি গ্রাম রয়েছে। যথাঃ ১নুরপুর ২পিরোজপুর ৩ যুগিন্দা ৪রাজনগর ৫হাসনাবাদ ৬পাটাপুকা ৭কলাইডাঙ্গা ৮বারাদী ৯পাটকেলপোতা ১০মোমিনপুর ১১বর্শিবাড়ীয়া ১২সিংহাটি ১৩শিমুলতলা ১৪চাঁদপুর ১৫পুরাতন দরবেশপুর ১৬নতুন দরবেশপুর ১৭গহরপুর ১৮সোনাপুর ১৯বলিয়ারপুর ২০টুঙ্গী ২১কাঁঠালপোতা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পিরোজপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।