আবদুল মুতালিব মালেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল মুতালিব মালেক
পূর্ব পাকিস্তানের গভর্ণর
কাজের মেয়াদ
৩১ আগস্ট ১৯৭১ – ১৪ ডিসেম্বর ১৯৭১
পূর্বসূরীটিক্কা খান
উত্তরসূরীআমির আবদুল্লাহ খান নিয়াজী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯০৫
চুয়াডাঙ্গা জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১৯৭৭

ডাঃ আবদুল মুতালিব মালেক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন।[১] তিনি এসময় টিক্কা খানের স্থলাভিষিক্ত হন। তার নেতৃত্বে পশ্চিম পাকিস্তানের শাসকদের সমর্থনপুষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার সেসময় শপথ গ্রহণ করে। ১৯৭১ সালের পূর্বে তিনি একজন স্বনামধন্য বাঙালি হিসেবে পরিচিত ছিলেন। পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে তিনি বিভিন্ন সময়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং গভর্নর হবার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তিনি অবসর জীবন যাপন করছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মালেক ১৯০৫ সালে ব্রিটিশ শাষিত ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Times, Special To The New York (৯ অক্টোবর ১৯৭১)। "AIRLIFT OF REFUGEES TO PAKISTAN URGED"nytimes.com। The New York Times। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৬