অ্যালেন ব্রাউন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালেন ব্রাউন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যালেন ব্রাউন
জন্ম (1935-10-17) ১৭ অক্টোবর ১৯৩৫ (বয়স ৮৮)
রেইনওয়ার্থ, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪০৪)
২১ অক্টোবর ১৯৬১ বনাম পাকিস্তান
শেষ টেস্ট১১ নভেম্বর ১৯৬১ বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৫১ ৩১
রানের সংখ্যা ২,১৮৯ ১৯৪
ব্যাটিং গড় ৯.৭২ ৯.৭০
১০০/৫০ ০/০ ০/৩ ০/০
সর্বোচ্চ রান * ৮১ ৩৭
বল করেছে ৩২৩ ৪০,৬০৩ ১,৫১৬
উইকেট ৭৪৩ ৩৭
বোলিং গড় ৫০.০০ ২৪.৬৬ ২৫.৫৪
ইনিংসে ৫ উইকেট ২৬
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/২৭ ৮/৪৭ ৪/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ১০৪/– ৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ এপ্রিল ২০২০

অ্যালেন ব্রাউন (ইংরেজি: Alan Brown; জন্ম: ১৭ অক্টোবর, ১৯৩৫) নটিংহ্যামশায়ারের রেইনওয়ার্থ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলার[১] ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬১ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্ট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৫৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত অ্যালেন ব্রাউনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। নটিংহ্যামশায়ারের রেইনওয়ার্থ এলাকায় জন্মগ্রহণকারী অ্যালেন ব্রাউন ১৯৫৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত কেন্ট দলের পক্ষে কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

সহজাত প্রতিভার অধিকারী অ্যালেন ব্রাউন যুবক অবস্থায় ফাস্ট বোলার হিসেবে আবির্ভূত হয়েছিলেন।[২] তবে, পরবর্তীকালে তিনি তার প্রতিশ্রুতিশীলতাকে ধরে রাখতে পারেননি। নিচেরসারিতে আক্রমণাত্মক ঢংয়ে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬৫ সালে নিজস্ব স্বর্ণালী মৌসুম অতিবাহিত করেন। ১৯.০৪ গড়ে ১১৬ উইকেট পান তিনি।

১৯৫৩ সালে নটিংহ্যামশায়ার দ্বিতীয় একাদশের পক্ষে একটি খেলায় অংশগ্রহণ করেছিলেন তিনি। এরপর, ১৯৫৭ সালে কেন্টের সদস্যরূপে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে অ্যালেন ব্রাউনের।[৩] ১৯৭০ সাল পর্যন্ত তিনি কেন্টের পক্ষে নিয়মিতভাবে খেলতে থাকেন। এ সময়ে তিনি কাউন্টি দলটির প্রধান স্ট্রাইক বোলারের মর্যাদা পেয়েছিলেন।[২] ১৯৬১ সালে কাউন্টি ক্যাপধারী হন ও ১৯৬৫ সালে একশত উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন।[৩]

যথেষ্ট শক্তিমত্তা সহযোগে জনপ্রিয় উদ্বোধনী বোলার হিসেবে একনিষ্ঠতার সাথে খেলতে নামতেন অ্যালেন ব্রাউন।[১] পিছনের পায়ের সাথে তাল মিলিয়ে বোলিং করায় নো বলের নিয়ম তার ক্ষেত্রে সামঞ্জস্যতা পায়নি। প্রায় এক দশক কেন্টের বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। তবে, বয়সের ভারে পরবর্তীতে তার বোলিংয়ে পেস অনেকাংশে কমে যায়।[২] ১৯৬৫ সালে স্বর্ণালী সময় অতিবাহিত করেন তিনি। এ পর্যায়ে ১৯.০৪ গড়ে ১১৯ উইকেট দখল করেছিলেন তিনি।[২] তবে, ইংল্যান্ডের পক্ষে খেলাকালে এ ধারা বহমান হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন অ্যালেন ব্রাউন। উভয় টেস্টই উপমহাদেশে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন। ২১ অক্টোবর, ১৯৬১ তারিখে লাহোরে স্বাগতিক পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১১ নভেম্বর, ১৯৬১ তারিখে মুম্বইয়ে স্বাগতিক ভারত দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৬১-৬২ মৌসুমে ভারত, পাকিস্তান ও সিলন গমনের জন্যে ইংল্যান্ড দলের সদস্যরূপে মনোনীত হন। এ পর্যায়ে ইংল্যান্ড দলের নিয়মিত পেস বোলিংয়ের দায়িত্বে নিয়োজিত ফ্রেড ট্রুম্যানব্রায়ান স্ট্যাদাম সফরে যেতে অনীহা প্রকাশ করেছিলেন। তবে, তার বোলিংয়ের সাথে উপমহাদেশের উইকেটে যুৎসই সম্পর্ক গড়ে উঠেনি ও হিমসিম খান।[১] পাকিস্তানের বিপক্ষে অভিষেক ঘটা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩/২৭ বোলিং পরিসংখ্যান গড়ে দলকে পাঁচ উইকেটের ব্যবধানে জয়লাভে ভূমিকা রাখেন। তবে, বোম্বেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ড্র হওয়া টেস্টে উইকেট শূন্য অবস্থায় মাঠ ত্যাগ করেছিলেন।

অবসর[সম্পাদনা]

নিচেরসারিতে মারকুটে ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন তিনি।[২] সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটি অর্ধ-শতরানের ইনিংসের সন্ধান পেয়েছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ করেন ৮১। ১৯৭০ সালে অবসর গ্রহণ করেন। এ পর্যায়ে ২৫-এর কম গড়ে ৭৪৩টি প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেন।

ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায়ও দক্ষ ছিলেন তিনি। গ্রেভসেন্ড এন্ড নর্থফ্লিট, মারগেট, ক্যান্টারবারি সিটি, ডিল টাউন, বেক্সলি ইউনাইটেড ও হুইটস্ট্যাবল টাউনের পক্ষে সেন্টার-ফরোয়ার্ড অঞ্চলে ফুটবল খেলায় অংশ নেন।[২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bateman, Colin (১৯৯৩)। If The Cap Fits। Tony Williams Publications। পৃষ্ঠা 34আইএসবিএন 1-869833-21-X 
  2. Alan Brown, CricInfo. Retrieved 2017-04-04.
  3. Alan Brown, CricketArchive. Retrieved 2017-04-04.
  4. Alan Brown, Margate Football Club History. Retrieved 2018-09-22.

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]