রেস্ট অফ ইন্ডিয়া ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অবশিষ্ট ভারত ক্রিকেট দল থেকে পুনর্নির্দেশিত)
রেস্ট অফ ইন্ডিয়া
রেস্ট অফ ভারত ক্রিকেট দলের লোগো
কর্মীবৃন্দ
অধিনায়কহনুমা বিহারী
দলের তথ্য
রংসাদা (টেস্ট ক্রিকেটের জার্সি)
প্রতিষ্ঠা১৯৬০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকবোম্বে
১৯৬০ সালে
অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
ইরানি কাপ জয়২৯
২০২৩–২৪ ইরানি কাপ

রেস্ট অফ ইন্ডিয়া ক্রিকেট দল হল ভারতের একটি প্রথম-শ্রেণির ক্রিকেট দল যা ক্রমাগত পরিবর্তিত হয়, সিজনের বর্তমান রঞ্জি ট্রফি বিজয়ী ছাড়া সারা দেশের খেলোয়াড়দের দ্বারা গঠিত। [১] [২] এটি বার্ষিক ইরানি কাপ, "দ্য বেস্ট বনাম বেস্ট অফ দ্য রেস্ট" টুর্নামেন্টের জন্য রঞ্জি ট্রফি বিজয়ীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। দলটি আনুষ্ঠানিকভাবে ১৯৫৯-৬০ মৌসুমে প্রতিষ্ঠিত হয়েছিল, ১৮ মার্চ ১৯৬০ তারিখে বোম্বে ক্রিকেট দলের (বর্তমানে মুম্বাই) বিপক্ষে প্রথম ম্যাচ খেলে। রেস্ট অফ ভারত ক্রিকেট ২৭ বার টুর্নামেন্ট জিতেছে এবং দুবার ট্রফি ভাগ করেছে (১৯৬৫-৬৬ সালে বোম্বে এবং ১৯৭৯-৮০ সালে দিল্লির সাথে)।

অধিনায়ক[সম্পাদনা]

বছর অধিনায়ক রঞ্জি দল
২০০২ যুবরাজ সিং পাঞ্জাব
২০০৩ সৌরভ গাঙ্গুলী বাংলা
২০০৪ দিনেশ মোঙ্গিয়া পাঞ্জাব
২০০৫ গৌতম গম্ভীর দিল্লি
২০০৬ ওয়াসিম জাফর মুম্বাই
২০০৭ মোহাম্মদ কাইফ উত্তরপ্রদেশ
২০০৮ অনিল কুম্বলে কর্ণাটক
২০০৯ বীরেন্দ্র শেবাগ দিল্লি
২০১০ যুবরাজ সিং পাঞ্জাব
২০১১ পার্থিব প্যাটেল গুজরাত
২০১২ চেতেশ্বর পূজারা সৌরাষ্ট্র
২০১৩ বীরেন্দ্র শেবাগ দিল্লি
২০১৪ হরভজন সিং পাঞ্জাব
২০১৫ মনোজ তিওয়ারি বাংলা
২০১৬ নমন ওঝা মধ্যপ্রদেশ
২০১৭ চেতেশ্বর পূজারা সৌরাষ্ট্র
২০১৮ করুণ নায়ার কর্ণাটক
২০১৯ অজিঙ্কা রাহানে মুম্বাই
২০২০ হনুমা বিহারী অন্ধ্র
২০২২ মায়াঙ্ক আগরওয়াল কর্ণাটক
২০২৩ হনুমা বিহারী অন্ধ্র

বর্তমান দল (২০১৯-২০ ইরানি কাপ)[সম্পাদনা]

নাম রঞ্জি দল
হনুমা বিহারী (অধি.) অন্ধ্র
মায়াঙ্ক আগরওয়াল কর্ণাটক
সাই গণেশ হায়দ্রাবাদ
যশ ধুল্ল দিল্লি
অভিমন্যু ইশ্বরন বাংলা
যশস্বী জয়সওয়াল মুম্বাই
সরফরাজ খান মুম্বাই
সৌরভ কুমার উত্তরপ্রদেশ
মুকেশ কুমার বাংলা
উমরান মালিক জম্মু ও কাশ্মীর
আরজান নাগওয়াসওয়ালা গুজরাত
প্রিয়াঙ্ক পাঞ্চাল গুজরাত
রবিশ্রীনিবাসন সাই কিশোর তামিলনাড়ু
কুলদীপ সেন মধ্যপ্রদেশ
জয়ন্ত যাদব হরিয়ানা
উপেন্দ্র যাদব (উই.) উত্তরপ্রদেশ

অন্যান্য ফর্ম[সম্পাদনা]

ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতের রেস্ট দলের নাম দিয়েছে। এরা আন্তর্জাতিক দলগুলির বিরুদ্ধে সফর ম্যাচ খেলেছে এবং ১৯৭১-১৯৭২ সালে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ৩টি প্রথম-শ্রেণীর ম্যাচের একটি সিরিজ খেলেছে। [৩] একটি তালিকা লিস্ট এ "রেস্ট সেরা বনাম সেরা" ম্যাচটি ২ অক্টোবর ১৯৮৯ তারিখে রেস্ট অফ ইন্ডিয়া এবং ১৯৮৯-৯০ দেওধর ট্রফির বিজয়ী পশ্চিম অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Team Profile at Cricketarchive
  2. Team Profile at ESPNcricinfo
  3. "Defence_Fund_Match_1971-72" 
  4. "Deodhar Trophy Winners v Rest 1989/90"