অন্যায় অবিচার
অবয়ব
| অন্যায় অবিচার | |
|---|---|
ডিভিডি কভার | |
| পরিচালক | শক্তি সামন্ত |
| প্রযোজক | শক্তি ফিল্মস |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | রাহুল দেব বর্মণ |
| মুক্তি | ১৯৮৫ |
| স্থিতিকাল | ১২৫ মিনিট |
| দেশ | |
| ভাষা | বাংলা |
অন্যায় অবিচার ১৯৮৫ সালে শক্তি সামন্ত পরিচালিত বাংলা ভাষার ইন্দো-বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটিতে মুখ্য অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রোজিনা এবং উৎপল দত্ত অভিনীত। সেকন্দার আলী নামের এক বাশিঁ বাদক এই ছবির গল্প কার ছিলেন। পরবর্তীতে তার নাম কর্তন করা হয়।
অভিনয়ে
[সম্পাদনা]- মিঠুন চক্রবর্তী
- রোজিনা
- উৎপল দত্ত
- অসিত সেন
- গোলাম মোস্তফা
- মানিক দত্ত
- নূূূতন
- অমল বোস
- সৈয়দ হাসান ইমাম
- এটিএম শামসুজ্জামান
- আহমেদ শরীফ
গান
[সম্পাদনা]সমস্ত গানের কথা রচনা করেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সংগীত পরিচালনা করেছেন আরডি বর্মণ।
- "ছেড়ো না ছেড়ো না হাত "- কিশোর কুমার, সাবিনা ইয়াসমিন
- "দেখলে কেমন তুমি খেল "- কিশোর কুমার
- "মন-মাঝি রে" - রাহুল দেববর্মণ
- "নাগর আমর কাঁচা পীড়িত "- আশা ভোঁসলে, শৈলেন্দ্র সিং
- "রুই কাৎলা ইলিশ ভেবে" - সাবিনা ইয়াসমিন
- "রুই কাৎলা ইলিশ তো নয়" - কিশোর কুমার[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Anyay Abichar"। www.raaga.com। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অন্যায় অবিচার (ইংরেজি)